খরচ বাড়াচ্ছে BSNL, বদলে গেল এই ৩ রিচার্জ প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থাগুলি নিজেদের আধিপত্য বজায় রেখেছে তাদের মধ্যে অন্যতম হলো BSNL। রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় অনেক পিছিয়ে পড়লেও গ্রাহক সংখ্যা ধীরে ধীরে বাড়াচ্ছে।

Advertisements

সম্প্রতি গত বছর ডিসেম্বর মাসে দেশের বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করে। তবে রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা BSNL দাম বৃদ্ধি করার পথে হাঁটেনি। কিন্তু সম্প্রতি এই টেলিকম সংস্থা অন্যান্য টেলিকম সংস্থার মতোই রিচার্জ প্ল্যানের খরচ বৃদ্ধি করছে, তাও আবার ঘুরপথে। ঘুরপথে এই খরচ বৃদ্ধি করার কারণে জনপ্রিয় ৩টি রিচার্জ প্ল্যানের রদবদল ঘটেছে।

Advertisements

৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যান রিচার্জ করে BSNL গ্রাহকরা আনলিমিটেড কথা বলার সুযোগ পান। আনলিমিটেড কথা বলা ছাড়া আর কোন সুবিধা দেওয়া হয় না। এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে এখন গ্রাহকরা ভ্যালিডিটি পাচ্ছেন ১৮ দিন। অথচ এই রিচার্জ প্ল্যান আগে রিচার্জ করলে ভ্যালিডিটি পাওয়া যেত ২৮ দিন, পরে তা কমিয়ে করা হয় ২১ দিন। বর্তমানে তা আরও কমিয়ে দেওয়া হয়েছে।

Advertisements

১১৮ টাকা : একইভাবে ১১৮ টাকা রিচার্জ প্ল্যান রিচার্জ করলে রাষ্ট্রীয় টেলিকম এই সংস্থার গ্রাহকরা পাবেন যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। পাশাপাশি রয়েছে প্রতিদিন ৫০০ এমবি করে ডেটা। এর সঙ্গে কোন এসএমএস সুবিধা দেওয়া হয় না। আগে এই রিচার্জ প্ল্যান ব্যবহার করে গ্রাহকরা যা ভ্যালিডিটি পেতেন তার থেকে এখন দিন সংখ্যা কমিয়ে করা হয়েছে মাত্র ২০ দিন।

৩১৯ টাকা : এই রিচার্জ প্ল্যান রিচার্জ করে গ্রাহকরা একেবারে প্রথম দিকে ৮৪ দিনের ভ্যালিডিটি পেতেন। কিন্তু সেই ভ্যালিডিটি কমাতে কমাতে বর্তমানে তা নিয়ে আসা হয়েছে মাত্র ৬৫ দিনে। এতে গ্রাহকরা ভারতবর্ষের যে কোন নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ পান। এখন আবার এর সঙ্গে ১০ জিবি ডেটা এবং ৩০০ টি এসএমএস দেওয়া হচ্ছে।

Advertisements