BSNL Recharge Plan: এখন রিচার্জ হবে আরো সস্তা, বিএসএনএল নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান

Prosun Kanti Das

Published on:

Advertisements

BSNL Recharge Plan: এখন রিচার্জ হবে আরো সস্তা, বিএসএনএল নিয়ে এলো নতুন রিচার্জ প্ল্যান। ভারতে প্রচলিত একমাত্র সরকারি টেলিকম সংস্থা হল বিএসএনএল। সস্তার রিচার্জ প্ল্যানের জন্য বরাবরই এই টেলিকম সংস্থাটি অত্যাধিক জনপ্রিয়। তবে পরিষেবা প্রদানের ক্ষেত্রে এখনো পর্যন্ত তেমন উন্নত নয় এই সংস্থা। আর সেই কারণেই বিএসএনএল এর তুলনায় এয়ারটেল, জিও বা ভোডাফোনের গ্রাহক সংখ্যা অনেক বেশি। কিন্তু এবার গ্রাহক আকর্ষণ করতে উদ্যোগ নিল বিএসএনএল। একেবারে সস্তায় নিয়ে আসা হলো নতুন রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan)। চাপের মুখে পড়েছে অন্যান্য টেলিকম সংস্থাগুলি।

Advertisements

অন্যান্য টেলিকম সংস্থাগুলির চেয়ে বিএসএনএল এর রিচার্জ প্যাক অনেকটাই সস্তা (BSNL Recharge Plan)। কিন্তু তারপরও গ্রাহক সংখ্যা অনেক কম। কারণ শুধুমাত্র পরিষেবা। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি ৫-জি নেটওয়ার্ক পরিষেবা প্রদান করে, সেখানে এখনো বিএসএনএল এর পক্ষ থেকে ৩-জি নেটওয়ার্ক পরিষেবা দেওয়া হচ্ছে। তবে আর বেশিদিন নয়। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মধ্যেই বিএসএনএল ৪-জি পরিষেবা চালু হতে চলেছে। এই ঘোষণা হবার সাথে সাথেই গ্রাহকদের মধ্যে বিএসএনএল এর প্রতি আকর্ষণ অনেকটাই বেড়ে গেছে।

Advertisements

এয়ারটেল, জিও, ভোডাফোনের মত সংস্থাগুলি কিছুটা চাপের মুখে পড়ে গেছে। তার উপর বিএসএনএল এর পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে আরো আকর্ষণীয় সস্তা রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan)। এই রিচার্জ প্ল্যানটিতে পাওয়া যাবে প্রতিদিন ১ জিবি করে ডেটা, ১০০ টি করে এসএমএস পরিষেবা। এছাড়াও থাকছে সমগ্র ভারতবর্ষ জুড়ে যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুযোগ। জাতীয় রোমিং পরিষেবাও যুক্ত রয়েছে এই রিচার্জ প্যাকের সাথে। এর বৈধতা থাকবে ৮২ দিন পর্যন্ত। আর সব থেকে আকর্ষণীয় বিষয় হল এত সুযোগ সুবিধা পাওয়া যাবে মাত্র ৪৮৫ টাকায়।

Advertisements

আরো পড়ুন: নতুন সিম কার্ড নেবার ক্ষেত্রে পরিবর্তিত হলো বেশ কিছু নিয়ম, জানুন বিস্তারিত

অন্যান্য টেলিকম সংস্থা গুলির এক মাসের রিচার্জ প্যাকের দামে ৮২ দিনের বৈধতা যুক্ত একটি রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) অফার করছে বিএসএনএল। বিএসএনএল এর পক্ষ থেকে একটি অ্যাপ লঞ্চ করা হয়েছে। যার নাম সেলফ কেয়ার। এই অ্যাপের সাহায্যে রিচার্জ করা যাবে ৪৮৫ টাকার এই রিচার্জ প্যাকটি। অ্যাপটি ডাউনলোড করতে চাইলে প্লে স্টোর অথবা আপেলের অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। প্রথমবার নিজের মোবাইল নম্বর এবং ওটিপির সাহায্যে রেজিস্ট্রেশন করুন এবং বিএসএনএল এর একাধিক সুযোগ সুবিধা উপভোগ করুন।

সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএল সম্পর্কে বেশ কিছু আকর্ষণীয় তথ্য প্রকাশ্যে এনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিএসএনএল এর পক্ষ থেকে ৫-জি নেটওয়ার্কের পরীক্ষা শুরু করা হয়েছে ইতিমধ্যে। পরিষেবাটি চালু করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলি তৈরি করা হচ্ছে ভারতেই। এবং এই পরীক্ষা পরিচালনা করছে সরকারের টেলি কমিউনিকেশন বিভাগ। সবকিছু ঠিক থাকলে সাধারণের তুলনায় অনেক সস্তায় পাওয়া যাবে ৫-জি পরিষেবা। বিএসএনএলের সস্তা রিচার্জ প্ল্যানগুলি (BSNL Recharge Plan) খুব শীঘ্রই সারা ভারতবর্ষ জুড়ে পুনরায় জনপ্রিয়তা পেতে চলেছে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements