Advertisements

BSNL Tower Lease: ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে BSNL, সবচেয়ে বেশি খসছে Jio-রই

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম টেলিকম সংস্থা হল মুকেশ আম্বানির জিও (Jio)। অন্যদিকে দেশের সবচেয়ে পিছিয়ে পড়া টেলিকম সংস্থা হল বিএসএনএল (BSNL)। বিএসএনএল আবার রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা। গ্রাহক সংখ্যার নিরিখে বিএসএনএল এখন সেই ভাবে মুনাফা অর্জন করতে না পারলেও কিন্তু তারা ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হলো এই হাজার হাজার কোটি টাকার সবচেয়ে বেশি দিতে হচ্ছে মুকেশ আম্বানির জিওকেই।

Advertisements

সম্প্রতি টেলিকম সেক্টর দেশে সবচেয়ে আলোচনায় উঠে এসেছে। টেলিকম সেক্টর এইভাবে আলোচনায় উঠে আসার পিছনে সবচেয়ে যে বড় কারণ রয়েছে তা হল মোবাইল রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা। বেসরকারি তিন টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআই একধাক্কায় অনেকটাই খরচ বৃদ্ধি করে দেওয়ার কারণে গ্রাহকদের অসন্তোষ আর সেই অসন্তোষের জেরেই তারা এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Advertisements

দেশের তিন বেসরকারি টেলিকম সংস্থার উপর যখন গ্রাহকরা চটে রয়েছেন সেই সময় আবার প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। কেননা তারা কোন খরচ বৃদ্ধি না করেই গ্রাহকদের উন্নত পরিষেবা দেওয়ার দিকে এগিয়ে চলেছে। আর এই সকল মুহূর্তেই বিএসএনএলের ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামানোর একটি পরিসংখ্যান রীতিমতো অবাক করে দিয়েছে সকলকে।

Advertisements

আরও পড়ুন ? Budget for BSNL: জিও, এয়ারটেল, ভিআই-কে সোজা চ্যালেঞ্জ! পাশে দাঁড়াতে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ কেন্দ্রের

প্রাপ্ত তথ্য থেকে জানা যাচ্ছে, বিএসএনএল এখন কম করে একটি আর্থিক বছরে এক হাজার কোটি টাকা রোজগার করে থাকে অন্যান্য টেলিকম সংস্থা থেকে। এই এক হাজার কোটি টাকার মধ্যে আবার সিংহভাগ পাওয়া যায় মুকেশ আম্বানির সংস্থা জিও থেকে। আসলে বিএসএনএল এমন রোজগার করে মূলত অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলিকে টাওয়ার লিজে (BSNL Tower Lease) দিয়ে। কেননা তারাই সবচেয়ে বেশি টাওয়ার লিজ নিয়েছে BSNL এর থেকে।

জিও ৮৪০৮ টি টাওয়ার BSNL এর থেকে লিজ নিয়েছে। অন্যদিকে এয়ারটেল লিজ নিয়েছে ১৫৬৮ টি। ভোডাফোন আইডিয়া বিএসএনএলের থেকে টাওয়ারের লিজ নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে, তারা ২৪১৫টি টাওয়ার লিজ নিয়ে গ্রাহকদের পরিষেবা দিচ্ছে। এত সংখ্যক টাওয়ার লিজ দেওয়ার পরিপ্রেক্ষিতে বিএসএনএল ২০১১ সালে রোজগার করেছিল ৩০.৭৩ কোটি টাকা। ২০২০ সাল আসতে আসতে এই টাকার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০০০ কোটি টাকা। ২০২৪ সালে বিএসএনএল রোজগার করেছে ১০৫৫.৮০ কোটি টাকা। অর্থাৎ বিএসএনএল কেবলমাত্র টাওয়ার লিজ দিয়েই এক একটি বছরে হাজার হাজার কোটি টাকা রোজগার করছে। এই প্রসঙ্গে বলে রাখা দরকার, দেশ জুড়ে ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত বিএসএনএলের মোট টাওয়ার সংখ্যা ছিল ৬৭৩৪০। এছাড়াও ১২ হাজার ৫০২টি টাওয়ার অন্যান্য টেলিকম সংস্থাকে নিয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি লিজ নিয়েছে রাজ্য পুলিশ থেকে শুরু করে এমটিএনএল এবং অন্যান্যরা।

Advertisements