নিজস্ব প্রতিবেদন : দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসাবে BSNL এখন দিন দিন নজির গড়ে চলেছে। একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসাবে এতদিন পর্যন্ত প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে থাকলেও এখন অনেকটাই এগিয়ে চলেছে। আর এসবের মধ্যেই এবার তারা সস্তায় এমন একটি রিচার্জ প্ল্যান (BSNL Recharge Plan) নিয়ে এলো, যাতে প্রতিদিন মিলবে ২ জিবি করে ডেটা ও আনলিমিটেড কল। ভ্যালিডিটি তাও আবার লম্বা।
BSNL-এর চাহিদা একসময় দেখতে দেখতে কমলেও এখন কিন্তু চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। এই টেলিকম সংস্থার চাহিদা বেড়েছে মূলত বেসরকারি তিন টেলিকম সংস্থা জিও, এয়ারটেল ও ভিআই তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করার কারণে। অন্যান্য টেলিকম সংস্থাগুলি যেখানে ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে, সেই জায়গায় বিএসএনএল এখন সবচেয়ে সস্তায় পরিষেবা দিচ্ছে।
বিএসএনএল কেবলমাত্র সস্তায় পরিষেবা দিচ্ছে এমন নয়, এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় তারা 4G পরিষেবা চালু করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি 4G পরিষেবা চালু হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। এমন পরিস্থিতিতে গ্রাহকরা যখন নিজেদের খরচ বাঁচানোর লক্ষ্যে নেমেছেন তখন তারা অন্যান্য টেলিকম সংস্থা ছেড়ে নাম লেখাচ্ছেন বিএসএনএল-এ।
আরও পড়ুন ? Gold Price Lost: সোনার বাজারে বড় ধস, ১০ লক্ষ কোটি টাকার সম্পদ হারালেন ভারতীয়রা
অন্যান্য টেলিকম সংস্থাগুলি যখন তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করেছে সেই সময়ই বিএসএনএল ৬৬৬ টাকার একটি রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস ও প্রতিদিন ২ জিবি করে ডেটা দিচ্ছে। এছাড়াও হাই স্পিড 2gb ডেটা শেষ হয়ে যাওয়ার পর আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ রয়েছে এই রিচার্জ প্ল্যানটিতে। তবে সেই সময় গ্রাহকদের ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে 40 kbps।
৬৬৬ টাকার এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে গ্রাহকরা ১০৫ দিনের ভ্যালিডিটি পাবেন। ৩০ দিনের হিসেব অনুযায়ী সাড়ে তিন মাস। ৬৬৬ টাকায় এত সুবিধা সহ সাড়ে তিন মাসের ভ্যালিডিটি দেওয়ার মতো কোন টেলিকম নেটওয়ার্ক এই মুহূর্তে ভারতের টেলিকম বাজারে নেই। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলির এমন ভ্যালিডিটি পেতে হলে গ্রাহকদের ১০০০ টাকার বেশি খরচ করতে হয় সেই জায়গায় বিএসএনএল গ্রাহকদের এখন সবচেয়ে সস্তায় পরিষেবা দিচ্ছে। যে কারণে বিএসএনএল ব্যবহার করে এখন গ্রাহকরা প্রতিমাসে শত শত টাকা বাঁচানোর সুযোগ পাবেন।