নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা তাদের ব্যবসা চালাচ্ছে তার মধ্যে অন্যতম হলো জিও (Jio) এবং এয়ারটেল (Airtel)। এই দুই টেলিকম সংস্থা এখন দেশের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা। আর এই দুই টেলিকম সংস্থার পরে রয়েছে ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল (BSNL)। গ্রাহক সংখ্যার নিরিখে ভোডাফোন আইডিয়া ও বিএসএনএল অনেক পিছিয়ে রয়েছে। শুধু পিছিয়ে থাকা নয়, পাশাপাশি যত দিন যাচ্ছে ততই গ্রাহক সংখ্যা কমছে এই দুই টেলিকম সংস্থার।
প্রযুক্তিগত দিক দিয়ে বিএসএনএল এখন সমস্ত টেলিকম সংস্থার তুলনায় পিছিয়ে পড়েছে। যেখানে জিও ও এয়ারটেল-এর মত টেলিকম সংস্থা দেশে গ্রাহকদের 5G পরিষেবা দিচ্ছে, ভোডাফোন আইডিয়া যেখানে তাদের গ্রাহকদের 4G পরিষেবা দিচ্ছে, সেই জায়গায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হয়েও বিএসএনএল কোন তলানিতে পড়ে রয়েছে। এখনো তারা 3G পরিষেবার মধ্যেই আটকে রয়েছে।
প্রযুক্তিগত দিক দিয়ে অনেক পিছনে পড়ে থাকার ফলে যখন দিন দিন বিএসএনএলের গ্রাহক সংখ্যা কমছে তখন তারা গ্রাহক সংখ্যা ধরে রাখার জন্য নতুন নতুন রিচার্জ প্ল্যান উপহার দিচ্ছে গ্রাহকদের। ঠিক সেই রকমই এবার তাদের তরফ থেকে একটি সস্তার রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো, যা অন্য কোন টেলিকম সংস্থার নেই। লক্ষ্য করলে দেখা যাবে, বর্তমানে অধিকাংশ মোবাইল ব্যবহারকারীরা তাদের বিএসএনএল সিম দ্বিতীয় সিম হিসাবে ব্যবহার করে থাকেন। এক্ষেত্রে সস্তার এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য অত্যন্ত কাজে আসতে পারে।
বিএসএনএল সম্প্রতি সস্তায় যে রিচার্জ প্ল্যানটি এনেছে সেটি হল মাত্র ৮৮ টাকা। মাত্র ৮৮ টাকার (BSNL 88 Recharge Plan) ওই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটি পাবেন। অধিকাংশ মোবাইল গ্রাহক যারা বিএসএনএল সিম দ্বিতীয় সিম হিসেবে ব্যবহার করে থাকেন তাদের জন্য ৮৮ টাকার এই রিচার্জ প্ল্যান অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠবে বলেই আশা করা হচ্ছে।
৮৮ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৩০ দিনের ভ্যালিডিটির পাশাপাশি ১০ পয়সা ও ৩০ পয়সা প্রতি মিনিট হিসাবে কল করার সুযোগ পাবেন। বিএসএনএল থেকে বিএসএনএল কল করতে প্রতি মিনিটে খরচ হবে দশ পয়সা এবং অন্য নেটওয়ার্কে খরচ করতে প্রতি মিনিটে খরচ হবে ৩০ পয়সা। এই রিচার্জ প্ল্যানের সঙ্গে কোন ফ্রি কল অথবা এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে না।