নিজস্ব প্রতিবেদন : বর্তমানে ভারতে বিপুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে স্মার্টফোনের ব্যবহার। স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে স্বাভাবিকভাবেই বৃদ্ধি পেয়েছে ইন্টারনেট ব্যবহার। তবে গত বছরের শেষে দেশের তিনটি বেসরকারি টেলিকম সংস্থার তাদের ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধি করার কারণে গ্রাহকরা অসন্তুষ্ট এবং অসুবিধার সম্মুখিন। এমত অবস্থায় রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এমন একটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো, যাতে অন্যান্যদের প্ল্যান ভেস্তে যাওয়ার উপক্রম।
BSNL সম্প্রতি নতুন রিচার্জ প্ল্যান হিসাবে নিয়ে এসেছে ৬৬৬। এতে যে সকল সুবিধা দেওয়া হচ্ছে তা আপাতত ভারতের অন্য কোনো টেলিকম নেটওয়ার্কের এটা হওয়া তো দূরের কথা, তাদের কোনো অফারই BSNL-এর এই অফারের ধারে কাছে নেই। তবে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এখনো পর্যন্ত ভারতের সর্বোচ্চ 4G নেটওয়ার্ক চালু করতে পারেনি। তাদের দুর্বলতা এই জায়গাতেই।
BSNL-এর ৬৬৬ টাকা রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা পাবেন, প্রতিদিন ২ জিবি করে ডেটা। এর সঙ্গে রয়েছে ভারতবর্ষের যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, প্রতিদিন ১০০টি করে এসএমএস, ফ্রি পিআরবিটি (কলার টিউন), একটি ফ্রি জিং মিউজিক সাবস্ক্রিপশন এবং একটি ফ্রি হার্ডি গেমিং সার্ভিস। সবথেকে বড় বিষয় হলো এই রিচার্জ প্ল্যানের বৈধতা হলো ১১০ দিন অর্থাৎ ১০ দিন কম চার মাস।
এই টেলিকম সংস্থার এই রিচার্জ প্ল্যান ছাড়াও ৪৯৯ টাকা মূল্যের আরও একটি রিচার্জ প্ল্যান রয়েছে, যাও কিনা অন্যান্য যেকোন টেলিকম সংস্থাকে নাজেহাল করতে পারে। ৪৯৯ টাকার এই রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ২জিবি করে ডেটা, ১০০টি করে এসএমএস সম্পূর্ণ বিনামূল্যে, আনলিমিটেড ভয়েস কল, বিএসএনএল টিউনস এবং জিং-এর ফ্রি অ্যাক্সেস অফার করা হয়। এই ৪৯৯ টাকার রিচার্জ প্ল্যানের মেয়াদ ৯০ দিন বা তিন মাস।
এই প্রসঙ্গে বলে রাখা ভালো, BSNL এখনো পর্যন্ত ভারতবর্ষের সর্বত্র 4G পরিষেবা চালু করতে সক্ষম না হলেও সূত্র মারফত জানা যাচ্ছে খুব তাড়াতাড়ি তারা তাদের 4G পরিষেবা দেশের সর্বত্র ছড়িয়ে দেবে। চলতি বছরের মধ্যভাগেই এই সুখবর মিলতে পারে বলে মনে করা হচ্ছে।