BSNL নিয়ে এলো সস্তার প্ল্যান, সারা বছর মিলবে আনলিমিটেড ইন্টারনেট

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে প্রতিনিয়ত টেলিকম সংস্থাগুলির মধ্যে চলছে প্রতিযোগিতা। আর এই প্রতিযোগিতায় এক একটি টেলিকম সংস্থা নতুন নতুন অফার এনে তাদের গ্রাহকদের মন জয় করার চেষ্টা চালাচ্ছে। আর এই নতুন অফার আনার পরিপ্রেক্ষিতে ভারতের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL নিয়ে এলো এমন একটি সস্তার প্ল্যান যাতে গ্রাহকরা সারাবছর আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা পাবেন।

Advertisements

Advertisements

BSNL নতুন যে রিচার্জ প্ল্যানটি এনেছে সেটি হল ১৪৯৮ টাকার। নতুন এই রিচার্জ প্ল্যানে BSNL অন্যান্য প্রতিটি টেলিকম সংস্থাকে একপ্রকার টেক্কা দিয়েছে। কারণ অন্যান্য টেলিকম সংস্থাগুলির সমমূল্যের রিচার্জ প্ল্যান থাকলেও তারা এই BSNL-এর অফারের তুলনায় অনেকটাই পিছিয়ে।

Advertisements

BSNL তাদের গ্রাহকদের ১৪৯৮ টাকায় দিচ্ছে সারা বছর অর্থাৎ ৩৬৫ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা। প্রতিদিনের এই দৈনিক ডেটার লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে সে ক্ষেত্রে স্পিড কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ দৈনিক ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা ৪০ কেবিপিএস-এ আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ পাবেন।

তবে এই রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা কল অথবা এসএমএস করার মত কোন সুযোগ পাবেন না। অফারটি বর্তমানে ভারতবর্ষের প্রতিটি সার্কেলের জন্য উপলব্ধ রয়েছে। এই অফারের প্রথম দফায় মেয়াদ ছিল ২৩ আগস্ট পর্যন্ত, তবে পরবর্তীতে তা আরও বাড়ানো হয়েছে।

Advertisements