BSNL New Features: গ্রাহকদের আকৃষ্ট করার জন্য বিএসএনএল আনছে একাধিক নয়া ফিচারস, জানুন বিস্তারিতভাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

BSNL New Features: বেশ কয়েকমাস আগে থেকেই দেশের একাধিক টেলিকম সংস্থা তাদের ট্যারিফ প্ল্যানের মূল্য বৃদ্ধি করেছে। যার ফলে পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। এই সুযোগকে কাজে লাগিয়ে সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল নানারকম আকর্ষণীয় অফার এনে বৃদ্ধি করেছে তাদের গ্রাহকসংখ্যা। সম্প্রতি বাজার ধরতে ঝুলিতে তারা এনেছে নয়া সম্ভার।

Advertisements

রাষ্টায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল নিজেকে নতুনরূপে পেশ করেছে গ্রাহকদের সামনে। যুগের সঙ্গে তাল মিলিয়ে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলোকে কড়া প্রতিযোগিতায় ফেলেছে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি। একাধিক সুযোগ নিয়ে এসেছে রাষ্টায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। মঙ্গলবার সেই বিষয়ে ঘোষণা করে BSNL। স্প্যাম ব্লকার থেকে অটোমেটেড সিম কিয়স্ক গ্রাহকদের জন্য এনেছে একাধিক বাড়তি সুবিধা (BSNL New Features)।

Advertisements

আজকের এই প্রতিবেদনে আপনারা জানতে পারবেন বিএসএনএল এর সাতটি নয়া পরিষেবা (BSNL New Features) সম্পর্কে। এ বিষয়ে জানিয়েছেন টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। বর্তমান সময়ে ফোন কলের মাধ্যমে স্ক্যামিং বা প্রতারণার সংখ্যা দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই বিষয়ে অনেক অভিযোগও সামনে এসেছে। সেই কারণেই স্ক্যাম রুখতে নয়া অস্ত্র আনছে বিএসএনএল। এমন একটি ব্যবস্থা আনা হচ্ছে তাতে নিজে থেকেই ফিশিং আটকানোর কাজ করবে বিএসএনএল। এছাড়াও সন্দেহজনক এসএমএস-ও আটকানোর ব্যবস্থা নেবে বিএসএনএল। সাধারণত গ্রাহকদের নিরাপত্তার কথা চিন্তা করেই এই পদক্ষেপ নিয়েছে বিএসএনএল।

Advertisements

আরো পড়ুন: নয়া সাজে সেজে উঠেছে বিএসএনএল, এনেছে নতুন লোগো

সরকারি এই টেলিকম সংস্থাটি অন্যতম যে পরিষেবা দিচ্ছে সেটি হল অটোমেটেড সিম কিয়স্ক। এছাড়াও রয়েছে সিম কেনা, আপগ্রেড করা, পোর্ট করার মতো কাজ এবং এগুলো ২৪ ঘণ্টার জন্য করা যাবে (BSNL New Features)। আশ্চর্য বিষয় হল দেশে প্রথম ডিরেক্ট টু ডিভাইস কানেক্টিভিটি আনছে বিএসএনএল। এছাড়াও আছে একাধিক পরিষেবা আসুন জেনে নিই এই প্রতিবেদনে।

বিএসএনএল এর সাতটি পরিষেবার মধ্যে অন্যতম হলো প্রান্তিক এলাকা এবং আপৎকালীন সময় যাতে ইউপিআই পেমেন্টের সুবিধা পাওয়া যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া। বিএসএনএল সম্প্রতি ফোর-জি কানেক্টিভিটি নিয়েও বিশেষ পরিষেবা প্রদান করার কথা বলেছে। বেশ কিছু ফোর-জি টেলিকম স্ট্যাক পাল্টে নেওয়া যেতে পারে ফাইভ-জিতে। অবশেষে বিএসএনএল এই ধরনের সুবিধা আনতে চলেছে গ্রাহকদের জন্য।

Advertisements