নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে তারা হলো Jio, Airtel, VI এবং BSNL। এই চারটি টেলিকম সংস্থার মধ্যে তিনটি টেলিকম সংস্থা বেসরকারি এবং একটি রাষ্ট্রায়ত্ত। বেসরকারি তিন টেলিকম সংস্থার মধ্যে আবার জিও প্রথম এবং এয়ারটেল দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। খারাপ অবস্থা হলেও টিকে রয়েছে ভোডাফোন আইডিয়া।
অন্যদিকে টিকে থাকার মতই অবস্থা রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর। একসময় সবচেয়ে বেশি গ্রাহক সংখ্যা থাকলেও বর্তমানে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা তলানিতে এসে ঠেকেছে। এর পিছনে রয়েছে একাধিক কারণ, সেই সকল একাধিক কারণের মধ্যে আবার অন্যতম বড় কারণ হলো প্রযুক্তিগত দিক দিয়ে পিছিয়ে পড়া।
যেখানে দেশের সবকটি টেলিকম সংস্থা 4G পরিষেবা প্রদানের পর গ্রাহকদের 5G পরিষেবা প্রদানের জন্য উদ্যোগ নিচ্ছে সেই জায়গায় বিএসএনএল এখনো পর্যন্ত 4G পরিষেবা চালু করতে পারেনি। আবার একাধিকবার এই পরিষেবা চালু করা হবে বলেও পিছিয়ে পড়তে হয়েছে তাদের। যদিও বহু গ্রাহক রয়েছেন যারা কম খরচের জন্য রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাকেই বেছে নেন।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা তাদের গ্রাহক সংখ্যা ধরে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রিচার্জ প্ল্যান লঞ্চ করে থাকে। সেরকমই এবার তাদের তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে যা রীতিমতো ঘুম কেড়েছে জিও এবং এয়ারটেল-এর মত বৃহৎ টেলিকম সংস্থাগুলির। কেননা বিএসএনএলের নতুন এই রিচার্জ প্ল্যানটিতে গ্রাহকরা ৩০ দিনের হিসাবে পুরো ৫ মাস ভ্যালিডিটি পাবেন। যে টাকায় এমন অফার দেওয়া হচ্ছে তা অন্য কোন টেলিকম সংস্থা দেয় না।
বিএসএনএলের এমন রিচার্জ প্ল্যানটি হল ৩৯৭ টাকার। এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ১৫০ দিনের ভ্যালিডিটি পাবেন। ১৫০ দিনের ভ্যালিডিটি ছাড়াও প্রথম ৩০ দিন দেওয়া হচ্ছে ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের unlimited কথা বলার সুযোগ। প্রথম ৩০ দিনের জন্য প্রতিদিন ২ জিবি করে ডেটা। এছাড়াও রয়েছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আরও একগুচ্ছ সুবিধা।