সবথেকে সস্তায় ইন্টারনেট ও Unlimited Call, BSNL-এর নতুন রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সমস্ত টেলিকম সংস্থাগুলি রয়েছে তাদের মধ্যে সবথেকে সস্তায় নতুন রিচার্জ প্ল্যান এনে চমক দিলো রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। যাতে কোনরকম লিমিট ছাড়াই গ্রাহকরা পাবেন Unlimited Call এবং প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ব্যবহার করার সুবিধা।

Advertisements

Advertisements

BSNL-এর তরফ থেকে এই যে নতুন রিচার্জ প্ল্যানটি আনা হয়েছে সেটি হল ১৯৯ টাকার। তবে এই টাকায় BSNL Jio, Airtel, Vodafone সবার থেকে বেশি সুবিধা দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই রিচার্জ প্ল্যানটি নজর কেড়েছে BSNL গ্রাহকদের। চলুন দেখে নেওয়া যাক এই রিচার্জ প্ল্যানে কি কি সুবিধা রয়েছে।

Advertisements

১৯৯ টাকা : ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা। আগে এই রিচার্জে প্রতিদিন ২৫০ মিনিট কথা বলা যেত, এখন সেই লিমিট তুলে দেওয়া হয়েছে এবং আনলিমিটেড কলের সুযোগ দেওয়া হচ্ছে গ্রাহকদের। পাশাপাশি রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। আরও সুবিধা বলতে এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন।

Jio-র ১৯৯ টাকার রিচার্জ থাকলেও ওই রিচার্জে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পাওয়া যায় এবং যার ভ্যালিডিটি হয় ২৮ দিন। সেই জায়গায় রাষ্ট্রীয় এই টেলিকম সংস্থা দেশের প্রতিটি টেলিকম সংস্থার তুলনায় সবথেকে কম টাকায় ৩০ দিনের ভ্যালিডিটি যুক্ত রিচার্জ প্ল্যান এনেছে।

Advertisements