BSNL নিয়ে এলো ৬০০ দিনের ভ্যালিডিটি সহ আনলিমিটেড কলের সুবিধা

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় টেলিকম বাজারে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে প্রতিটি টেলিকম সংস্থাই প্রতিনিয়ত নতুন নতুন অফার গ্রাহকদের সামনে তুলে ধরছে। এক সময় এয়ারটেল ও ভোডাফোনের মত টেলিকম সংস্থা ভারতে একচ্ছত্র রাজত্ব করলেও ধীরে ধীরে সেই জায়গা দখল করে মুকেশ আম্বানির সংস্থা জিও। আর এরপর থেকেই আবার অন্যান্য সংস্থাগুলি মাথাচাড়া দিতে নানান সুযোগ সুবিধা গ্রাহকদের সামনে তুলে ধরছে। ঠিক তেমনই BSNL এবার তাদের গ্রাহকদের জন্য নিয়ে এলো একটি নতুন রিচার্জ প্ল্যান।

BSNL-এর তরফ থেকে আনা নতুন রিচার্জ প্ল্যানটির বৈধতা ৬০০ দিনের। আর এই রিচার্জ এই পাওয়া যাবে যেকোনো নেটওয়ার্কে কলিং, এসএমএসের সুবিধা। তবে এই রিচার্জ প্ল্যানটি বর্তমানে আন্দামান নিকোবর ও জম্মু-কাশ্মীরের গ্রাহকদের জন্য উপলব্ধ করা হয়নি। বাকি দেশের অন্যান্য সমস্ত সার্কেলের গ্রাহকরা নতুন এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করতে পারেন।

BSNL-এর তরফ থেকে আনা এই রিচার্জ প্ল্যানটির মূল্য হলো ২৩৯৯ টাকা। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পাবেন BSNL থেকে যেকোন নেটওয়ার্কে কল করার জন্য প্রতিদিন ২৫০ মিনিট কলের সুবিধা। প্রতিদিন ১০০ টি করে এসএমএস। বৈধতা ৬০০ দিন। তবে এই রিচার্জে ইন্টারনেটের সুবিধা নেই। অর্থাৎ এই রিচার্জ করার পর যদি কেউ ইন্টারনেট চালাতে চান তাহলে তাকে আলাদা করে আবার রিচার্জ করতে হবে। সুতরাং এই রিচার্জ প্ল্যানটি তাদের জন্য খুবই উপযুক্ত যারা ইন্টারনেটের সুবিধা ছাড়াই নিজেদের ফোন ব্যবহার করে থাকেন।