মাধব দাস : ৪৫ দিন টেনশন ফ্রি, রোজ ২ জিবি ডেটা, ধুঁয়াধার রিচার্জ প্ল্যান আনল BSNL। দেশের জনপ্রিয় ৩ বেসরকারি টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআই তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করার পর আচমকা জনপ্রিয়তা বেড়ে গিয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএলের জনপ্রিয়তা বৃদ্ধির মূলে গ্রাহকদের খরচ বাঁচানোর লক্ষ্য। এসবের মধ্যেই বিএসএনএলের একটি ধুঁয়াধার রিচার্জ প্ল্যান সামনে এলো, যেটি রিচার্জ করলে টেনশন ফ্রি ভাবে থাকা যাবে ৪৫ দিন।
এমনিতেই রাষ্ট্রয়াত্ত টেলিকম সংস্থা হিসেবে বিএসএনএল বছরের পর বছর ধরে যেভাবে গ্রাহকদের সস্তায় পরিষেবা দিয়ে আসছে তা অন্য কোন টেলিকম সংস্থায় দেখা যায় না। অন্যান্য টেলিকম সংস্থার থেকে অন্ততপক্ষে ৩০ শতাংশ কম খরচ হয়ে থাকে বিএসএনএল গ্রাহকদের। আর এবার যখন অন্যান্য টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে তখন এই পার্থক্য অনেক বেড়ে গিয়েছে।
বিএসএনএল তাদের গ্রাহকদের সস্তায় যে সকল রিচার্জ প্ল্যান দিয়ে থাকে তার মধ্যে অন্যতম হলো ১০৭ টাকা। এছাড়াও এই টেলিকম সংস্থার যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলি থেকে গ্রাহকরা নিজেদের পছন্দমত ৩০ দিন বা তার কম ভ্যালিডিটি থেকে শুরু করে ৩৯৫ দিন ভ্যালিডিটি পর্যন্ত রিচার্জ প্ল্যান বেছে নিতে পারেন। গ্রাহকদের চাহিদা অনুযায়ী গ্রাহকরা নিতে পারেন নিজেদের পছন্দের রিচার্জ প্ল্যান। তবে এসবের মধ্যেই ২৪৯ টাকার প্ল্যানটি এখন বাজার কাঁপাচ্ছে।
আরও পড়ুন ? BSNL 5G: 4G তো হল, এবার 5G! BSNL নিয়ে বড় কথা শোনালেন কেন্দ্রীয় মন্ত্রী
২৪৯ টাকার ধুঁয়াধার রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা ৪৫ দিনের ভ্যালিডিটি পান। ৪৫ দিনের ভ্যালিডিটির পাশাপাশি রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস। ২৪৯ টাকার বিনিময়ে এত কিছু কোন টেলিকম সংস্থা দেয় কিনা সন্দেহ আছে। হিসেব অনুযায়ী এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকদের থেকে প্রতিদিন মাত্র ৫ টাকা ৫৩ পয়সা নিয়ে থাকে।
তবে সব বিএসএনএল গ্রাহকরা কিন্তু এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন না। এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করতে পারবেন কেবলমাত্র সেই সকল গ্রাহকরা যারা অন্য কোন নেটওয়ার্ক থেকে পোর্ট ইন করে বিএসএনএল-এ আসছেন অথবা বিএসএনএল-এর নতুন সিম কার্ড নিচ্ছেন। কেননা এই রিচার্জ প্ল্যানটি হল এফআরসি অর্থাৎ সিম কার্ড সক্রিয় হওয়ার পর প্রথম রিচার্জ।