Advertisements

BSNL : ঘরে ঢুকে যাবে জিও, বিএসএনএল আনলো ১৬০ দিনের লং লাস্টিং নতুন রিচার্জ প্ল্যান

Madhab Das

Published on:

বাংলাএক্সপি ডেস্কঃ একদিকে দেশজুড়ে 4G নেটওয়ার্ক ছড়িয়ে দেওয়া, অন্যদিকে সস্তায় গ্রাহকদের পরিষেবা দেওয়ার পরিপ্রেক্ষিতে দিন দিন নিজেদের গ্রাহক সংখ্যা বৃদ্ধি করছে BSNL। পরিসংখ্যান বলছে, জুলাই মাসের প্রথম ১৫ দিনে বিএসএনএল ১৫ লক্ষ গ্রাহক বৃদ্ধি করেছে। এর পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিএসএনএলের গ্রাহক সংখ্যা বৃদ্ধি দেখে অনেকটাই আশাবাদী।

Advertisements

যখন গ্রাহকদের সস্তায় পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিএসএনএল দিন দিন এগিয়ে চলেছে, যখন দেশজুড়ে রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি নিজেদের 4G নেটওয়ার্ক স্থাপন করার পাশাপাশি 5G নেটওয়ার্ক নিয়ে নতুন নতুন পরিকল্পনা করছে, সেই সময় আবার তারা ১৬০ দিনের এমন একটি লং লাস্টিং রিচার্জ প্ল্যান লঞ্চ করলো, যাতে করে জিও সহ অন্যান্য টেলিকম সংস্থাকে ঘরে ঢোকানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Advertisements

বর্তমানে ভারতের টেলিকম বাজারে কোন টেলিকম পরিষেবার তুলনা করতে গেলেই মুকেশ আম্বানির জিওর সঙ্গে তুলনা করা হয়। কেননা জিও একসময় বিনামূল্যে পরিষেবা দেওয়া শুরু করলেও ধীরে ধীরে তারা নিজেদের রিচার্জ প্ল্যানগুলির দাম অনেকটাই বৃদ্ধি করেছে। আবার জুলাই মাসে তারা তাদের ট্যারিফ প্ল্যানের দাম ১২.৫% থেকে ২৫ শতাংশ বৃদ্ধি করেছে। আর এসব দেখেই গ্রাহকরা ক্ষুব্ধ, ক্ষোভে জিও সহ অন্যান্য নেটওয়ার্ক ছেড়ে BSNL-এ নাম লেখাচ্ছেন।

Advertisements

আরও পড়ুন : Jio Plan: BSNL-কে ঘর ঢোকাতে আম্বানির মস্ত চাল, সস্তায় নিয়ে এলো বস্তা ভর্তি প্ল্যান

একবার রিচার্জ করলে ১৬০ দিন ভ্যালিডিটি অর্থাৎ ৩০ দিনের হিসেবে প্রায় সাড়ে পাঁচ মাস ভ্যালিডিটি পাওয়া যায়। শুধু ভ্যালিডিটি নয়, এর পাশাপাশি রয়েছে আনলিমিটেড কল ফেসিলিটি থেকে শুরু করে সমস্ত রকম সুবিধা। যে সকল গ্রাহকরা একবার রিচার্জ করে নিশ্চিন্তে থাকতে চান তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটির বিকল্প আর কিছু নেই, পাশাপাশি দেশের অন্য কোন টেলিকম সংস্থা এর থেকে বেশি সুবিধা দিতেও পারবে না।

বিএসএনএলের ১৬০ দিনের লং লাস্টিং ওই রিচার্জ প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ৯৯৭ টাকা। যাতে গ্রাহকরা আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। এছাড়াও রয়েছে অন্যান্য বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন। বিএসএনএলের নিজস্ব বিএসএনএল সেল্ফ কেয়ার অ্যাপ ছাড়াও বিভিন্ন রিটেল ও বিভিন্ন অনলাইন অ্যাপ থেকেও এই রিচার্জটি রিচার্জ করা যাবে। অন্যদিকে বিএসএনএল সেলফ কেয়ার অ্যাপ থেকে রিচার্জ করলে বাড়তি কোন খরচ লাগবে না। পাশাপাশি ভাগ্য ভালো থাকলে রিওয়ার্ড পয়েন্ট ও ছাড় পাওয়া যায়।

Advertisements