BSNL 4G Kolkata: মাথায় হাত Vi, Jio, Airtel-এর, কলকাতায় চালু হয়ে গেল BSNL 4G! আপনি কবে থেকে পাবেন পরিষেবা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দীর্ঘদিন, বছরের পর বছর ধরে টেলিকম জগতে যে পরিষেবা নিয়ে বারবার আলোচনা চলছে তা হল BSNL 4G। কবে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-এর 4G পরিষেবা চালু হবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই জলঘোলা চলছিল। বারবার এই পরিষেবা লঞ্চ হওয়ার দিনক্ষণ দিয়েও শেষ পর্যন্ত পিছিয়ে যেতে হয়েছে সংস্থাকে। তবে এই সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কলকাতায় (BSNL 4G) চালু হয়ে গেল BSNL 4G।

Advertisements

প্রযুক্তিগত দিক দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকটা পিছিয়ে পড়ার কারণে গ্রাহকরা বারবার এই সংস্থা থেকে মুখ ফিরিয়েছেন। দেখতে দেখতে এই টেলিকম সংস্থার গ্রাহক সংখ্যা এখন মাত্র ৮৮.০৬ মিলিয়ন। সেখানে এই টেলিকম সংস্থায় এক সময় ছিল দেশের একমাত্র টেলিকম সংস্থা। তবে এবার 4G পরিষেবা লঞ্চ হওয়ার ফলে ধীরে ধীরে গ্রাহক সংখ্যা বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

BSNL-এর তরফ থেকে জানা গিয়েছে, বুধবার কলকাতায় প্রযুক্তিগতভাবে BSNL তাদের 4G পরিষেবা লঞ্চ করে দিয়েছে। তবে প্রযুক্তিগতভাবে BSNL 4G পরিষেবা চালু হয়ে গেলেও এখনই সাধারণ গ্রাহকরা এই পরিষেবা উপভোগ করতে পারবেন না। সাধারণ গ্রাহকরা এই পরিষেবা পেতে আরও মাস কয়েক সময় লাগবে। আর এই সময়ের মধ্যে সংস্থার তরফ থেকে কলকাতা ছাড়াও রাজ্যের গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরে 4G সংযোগ ছড়িয়ে দেওয়া হবে।

Advertisements

আরও পড়ুন ? Vi 475 Plan Details: দরকার নেই ব্রডব্যান্ড, ওয়াইফাইয়ের! Vi-ধামাকা অফার, এবার এক রিচার্জে প্রতিদিন 4Gb ডেটা

বলা যেতে পারে, বুধবার কলকাতায় BSNL-এর 4G পরিষেবা চালু হয়েছে তা প্রযুক্তিগতভাবে হওয়ার পাশাপাশি পরীক্ষামূলকভাবেও। তাহলে সাধারণ মানুষেরা কবে থেকে BSNL 4G পরিষেবা উপভোগ করতে পারবেন? এই বিষয়ে সংস্থার সূত্রে জানা গিয়েছে, মাস দুয়েকের মধ্যেই কলকাতা সহ রাজ্যের ৫০ টি শহরের গ্রাহকরা পুরো দমে BSNL 4G পরিষেবা উপভোগ করতে পারবেন। তবে গোটা রাজ্যে এই পরিষেবা পৌঁছে দিতে বছরখানেক সময় লেগে যাবে বলেই মনে করা হচ্ছে।

বুধবার বালিগঞ্জ এক্সচেঞ্জ থেকে গোটা রাজ্যের জন্য আনুষ্ঠানিকভাবে BSNL 4G পরিষেবার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন কেন্দ্রীয় টেলি যোগাযোগ দপ্তরের স্পেশাল ডিরেক্টর জেনারেল জি আর রবি। তবে এত পরে 4G পরিষেবা লঞ্চ হওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে বাজারের টিকে থাকা নিয়ে। যদিও এই বিষয়ে মিস্টার রবি জানিয়েছেন, দেরীর পিছনে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি এবং যন্ত্রাংশ ব্যবহার করার কারণে। তবে যে ধরনের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে তাতে BSNL-এর প্রতি ফের ঝোঁক বাড়বে গ্রাহকদের।

Advertisements