নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এখন মাত্র চারটি টেলিকম সংস্থা Jio, Airtel, Vi এবং BSNL ব্যবসা চালাচ্ছে। তবে এই চারটি টেলিকম সংস্থার মধ্যে রমরমা বাজার কেবলমাত্র জিও ও এয়ারটেল। পরিষেবা এবং প্রযুক্তির দিক দিয়ে অনেক এগিয়ে যাওয়ার কারণে এই দুটি টেলিকম সংস্থার রমরমা বাজার তৈরি হয়েছে।
অন্যদিকে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL দিন দিন গ্রাহক সংখ্যা হারালেও তারা পুনরায় নিজেদের বাজার পুনরুদ্ধার করতে উঠে পড়ে নেমেছে। তারা ইতিমধ্যেই 4G পরিষেবা পরীক্ষামূলকভাবে দেশের কয়েকটি শহরে চালাচ্ছে। চলতি বছর আগস্ট মাসের মধ্যেই গোটা দেশে দেশীয় প্রযুক্তির 4G পরিষেবা তারা চালু করে দেবে বলেই আশা করা হচ্ছে।
বিএসএনএল কেবলমাত্র 4G পরিষেবা নয়, এর পাশাপাশি সারাদেশে 4G পরিষেবার রোলআউট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই 5G পরিষেবা নিয়ে কাজ শুরু করে দেবে বলেও সূত্রের খবর। তবে এখনো পর্যন্ত যেহেতু এই ধরনের কোন পরিষেবা তারা চালু করতে পারেনি, তাই প্রতিমাসেই তাদের বিপুল পরিমাণ গ্রাহক অন্য নেটওয়ার্কে চলে যাচ্ছে। আর এই সকল গ্রাহকদের ধরে রাখার জন্য এবার সংস্থার তরফ থেকে ৫৮ টাকা এবং ৫৯ টাকার সস্তার দুটির রিচার্জ প্ল্যান লঞ্চ করা হলো। বলাই যেতে পারে এই ধরনের রিচার্জ প্ল্যান দেশের অন্য কোন টেলিকম সংস্থার নেই, বিশেষ করে এত সস্তায়।
৫৮ টাকার রিচার্জ প্ল্যান বিএসএনএল গ্রাহকদের ৭ দিনের ভ্যালিডিটি দিচ্ছে। ৭ দিনের ভ্যালিডিটি দেওয়ার পাশাপাশি দিচ্ছে প্রতিদিন 2gb ডেটা। হাইস্পিড 2gb ডেটা শেষ হয়ে যাওয়ার পর গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট চালাতে পারবেন, তবে স্পিড কমে হয়ে যাবে ৪০ কেবিপিএস। তবে এই রিচার্জ প্ল্যানের সঙ্গে সংস্থার তরফ থেকে অন্য আর কোন সুবিধা দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা কল অথবা এসএমএস-এর কোন সুবিধা পাবেন না।
অন্যদিকে ৫৯ টাকার রিচার্জ প্ল্যান রিচার্জ করলেও গ্রাহকরা ৭ দিনের ভ্যালিডিটি পাবেন। তবে ৫৮ টাকার রিচার্জ প্ল্যানের সঙ্গে ৫৯ টাকার রিচার্জ প্ল্যানে কিছু ফারাক রয়েছে। ৫৯ টাকা রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কলের পাশাপাশি পাবেন প্রতিদিন ১ জিবি করে ডেটা। এই রিচার্জ প্ল্যানেও গ্রাহকদের এসএমএস সুবিধা দেওয়া হচ্ছে না।