নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে এবার অন্যান্য টেলিকম সংস্থাগুলির সাথে সরাসরি প্রতিযোগিতায় নেমে পড়ল রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL। দীর্ঘ কয়েক মাস ধরেই তারা গুটিগুটি পায়ে গ্রাহক সংখ্যা বাড়াতে বাড়াতে বর্তমানে পুনরায় বিপুল সংখ্যক গ্রাহকদের নিয়ে ব্যবসা করেছে। আর এই গ্রাহক সংখ্যা বৃদ্ধির মূলে রয়েছে সস্তা। অন্যান্য প্রতিটি টেলিকম সংস্থার থেকে এখনো BSNL তুলনামূলকভাবে অনেকটাই সস্তা বলে মনে করেন টেলি বিশেষজ্ঞরা।
আর এই সস্তার ধারাবাহিকতাকে বজায় রেখে এবার বড়দিনের আগে BSNL নিয়ে এলো একটি নতুন রিচার্জ প্ল্যান। যা হলো ১৯৯ টাকার। বিএসএনএলের এই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে যে সকল সুবিধা রয়েছে তার ধারে কাছে নেই অন্যান্য টেলিকম সংস্থাগুলি। অর্থাৎ এই মূল্যে BSNL গ্রাহকদের যে সুবিধা দিচ্ছে সেই সুবিধা পেতে অন্যান্য টেলিকম সংস্থাগুলির গ্রাহকদের অনেক বেশি খরচ করতে হবে।
BSNL-এর এই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। ২০০ টাকার কম কোন টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা দেওয়া হয় না। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ২৫০ মিনিট করে যে কোন নেটওয়ার্কে ভয়েস কল করার সুবিধা। পাশাপাশি প্রতিদিন ১০০টি করে এসএমএস করার সুবিধাও রয়েছে এই রিচার্জ প্ল্যানে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি অর্থাৎ বৈধতা ৩০ দিনের জন্য।
BSNL এর তরফ থেকে জানা গিয়েছে নতুন এই রিচার্জ প্ল্যানটি বড়দিনের মরশুমে গ্রাহকদের জন্য লঞ্চ করা হবে। আগামী ২৪ শে ডিসেম্বর থেকে দেশের বিভিন্ন BSNL টেলিকম সার্কেলের গ্রাহকরা নতুন এই রিচার্জ ব্যবহার করতে পারবেন। টেলি বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন রিচার্জ প্ল্যানটি বেশ জনপ্রিয় হয়ে উঠবে BSNL গ্রাহকদের কাছে।