প্রতিদিন ৫ জিবি ইন্টারনেট, সবচেয়ে সস্তা গ্রাহকদের সুবিধা দিচ্ছে BSNL

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মোবাইলের খরচ বৃদ্ধি হওয়ার পর বেসরকারি টেলিকম সংস্থাগুলির অধিকাংশ গ্রাহকই অসন্তুষ্ট। এমত অবস্থায় বহু গ্রাহককেই নাম লেখাতে দেখা যাচ্ছে সরকারি টেলিকম সংস্থায়। কারণ সরকারি এই টেলিকম সংস্থা BSNL অন্যান্য টেলিকম সংস্থার তুলনায় যেমন সস্তা ঠিক তেমনই আবার এর রয়েছে আকর্ষণীয় বেশ কিছু অফার।

Advertisements

আকর্ষণীয় এই সকল অফার এবং প্ল্যানের মধ্যে BSNL-এর এমন একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি প্রতিদিন ৫ জিবি করে ডেটা অর্থাৎ ইন্টারনেট করার সুবিধা দিয়ে থাকে। এই টেলিকম সংস্থা এতটাই সস্তায় এই সুবিধা দিয়ে থাকে যা দেশের অন্য কোন টেলিকম সংস্থা এর ধারে কাছে নেই। এই রিচার্জ প্ল্যান ওয়ার্ক ফ্রম হোম-এর ক্ষেত্রে আদর্শ একটি প্ল্যান।

Advertisements

প্রতিদিন ৫ জিবি করে ডেটা পাওয়া যায় এমন BSNL-এর রিচার্জ প্ল্যানটি হল ৫৯৯ টাকার। এতে প্রতিদিন ৫ জিবি করে ডেটার কোটা শেষ হয়ে যাওয়ার পরেও গ্রাহকরা আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ পান। যদিও সেই ক্ষেত্রে ইন্টারনেট স্পিড কমে হয়ে যায় ৪০ কেবিপিএস।

Advertisements

BSNL-এর এই রিচার্জ প্ল্যানের বৈধতা হল ৮৪ দিন। এছাড়াও এতে রয়েছে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা, প্রতিদিন ১০০টি করে এসএমএস, রাতে আনলিমিটেড ইন্টারনেট করার সুবিধা এবং জিং অ্যাপ ব্যবহার করার অ্যাকসেস। স্বাভাবিকভাবেই বর্তমান বাজারে এই রিচার্জ প্ল্যান অন্যান্য প্রতিটি টেলিকম সংস্থাকে টেক্কা দিচ্ছে।

এর পাশাপাশি BSNL-এর ৫০০ টাকার নিচেও যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে সেগুলিও অন্যান্য যেকোনো টেলিকম সংস্থার প্ল্যানকে টেক্কা দেওয়ার মতোই। যে সকল গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করেন না তাদের জন্য রয়েছে ৩১৯ টাকার একটা রিচার্জ প্ল্যান। যাতে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা রয়েছে ৭৫ দিন।

Advertisements