নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতায় ইতিমধ্যেই মুখ থুবড়ে পড়েছে একাধিক টেলিকম সংস্থা। বর্তমানে এই প্রতিযোগিতায় টিকে রয়েছে মাত্র চারটি টেলিকম সংস্থা। এয়ারটেল, জিও, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল এই প্রতিযোগিতায় নিজেদের গ্রাহকদের খুশি রাখতে নানান অফার দিয়ে থাকে।
বর্তমানে দেশের চারটি টেলিকম সংস্থার মধ্যে অন্যতম একটি টেলিকম সংস্থা হল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থার BSNL। একসময় এই টেলিকম সংস্থার বিপুলসংখ্যক গ্রাহক থাকলেও বর্তমানে তারাও মুখ থুবরে পড়েছে। তবে সম্প্রতি তারা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাতে নানান অফার নিয়ে আসছে গ্রাহকদের জন্য।
ঘুরে দাঁড়ানোর এই মরিয়া প্রচেষ্টায় এই টেলিকম সংস্থার তরফ থেকে ঘোষণা করা হয়েছে চলতি বছর তারা দেশে লঞ্চ করবে 4G পরিষেবা। এর পাশাপাশি তারা বর্তমান গ্রাহকদের জন্য রিচার্জের ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করল। তবে এই ছাড় পাওয়া যাবে কেবলমাত্র তাদের নিজস্ব অ্যাপ থেকে রিচার্জ করার পরিপ্রেক্ষিতে।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, তাদের মোবাইল অ্যাপ BSNL Selfcare App অ্যাপ থেকে গ্রাহকরা যদি রিচার্জ করেন তাহলে প্রতিটি রিচার্জের ক্ষেত্রে এই ছাড় পাবেন। এই অ্যাপ থেকে রিচার্জ করার ক্ষেত্রে প্রিপেড প্ল্যানের জন্য ৪ শতাংশ ছাড় দেওয়া হবে। এই অফার চালু থাকবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।
সরকারি এই টেলিকম সংস্থার এই মোবাইল অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে। তবে এই অফার পাওয়ার ক্ষেত্রে গ্রাহকদের যে শর্ত দেওয়া হয়েছে তা হলো, ২০১ টাকা বা তার বেশি রিচার্জ করার ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই অ্যাপ ছাড়া অন্য কোন third-party অ্যাপের মাধ্যমে রিচার্জ করা হলে এই সুবিধা পাওয়া যাবে না।