BSNL: পথে বসবে অন্যান্যরা, ৭৯৭ টাকার নতুন রিচার্জ প্ল্যান এনে গ্রাহকদের অফুরান ডেটা দিচ্ছে BSNL

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : BSNL এখন যে ধীর গতির ডেটা দিচ্ছে এমন নয়। এখন রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থাটি দেশের বিভিন্ন জায়গায় 4G পরিষেবা চালু করে দিয়েছে আর এই অত্যাধুনিক পরিষেবার মধ্য দিয়ে ব্যবহারকারীরা পাচ্ছেন দ্রুতগতির ইন্টারনেট। মোটের উপর রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এখন ব্যবহারকারীদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। জনপ্রিয় হয়ে ওঠার পেছনে রয়েছে নতুন নতুন সস্তার রিচার্জ প্ল্যান। এসবের মধ্যেই সস্তার একটি রিচার্জ প্ল্যান হলো ৭৯৭ টাকার।

Advertisements

বিএসএনএল কেবলমাত্র সস্তায় গ্রাহকদের রিচার্জ প্ল্যান দিচ্ছে এমন নয়, এর পাশাপাশি সম্প্রতি এই টেলিকম সংস্থাটির জনপ্রিয়তা বেড়েছে বেসরকারি তিন টেলিকম সংস্থা জিও, এয়ারটেল এবং ভিআইয়ের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি পাওয়ার কারণে। ওই সকল বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করেছে।

Advertisements

বেসরকারি টেলিকম সংস্থাগুলি যখন তাদের রিচার্জ প্ল্যানগুলির দাম আকাশছোঁয়া ভাবে বাড়িয়ে চলেছে সেই সময় বিএসএনএল তাদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করা তো দূরের কথা উপরন্তু গ্রাহকদের সস্তায় নতুন নতুন সুযোগ-সুবিধা তুলে দিচ্ছে। সংস্থার তরফ থেকে সেই রকমই ৭৯৭ টাকার যে রিচার্জ প্ল্যানটি এনেছে তাতে গ্রাহকরা ৩০০ দিন অর্থাৎ প্রায় এক বছর ভ্যালিডিটি পাবেন।

Advertisements

আরও পড়ুন ? BSNL Tower Lease: ঘুরপথে হাজার হাজার কোটি টাকা কামাচ্ছে BSNL, সবচেয়ে বেশি খসছে Jio-রই

বিএসএনএল ৭৯৭ টাকায় তাদের গ্রাহকদের যে অফার দিচ্ছে তা এখন দেশে অন্য কোন টেলিকম সংস্থা নেই যারা এমন অফার দিতে পারবে। এমনটা একেবারেই গ্যারান্টি দিয়ে বলা যেতে পারে। প্রথম কথা হচ্ছে, দেশে আর কোন টেলিকম সংস্থা নেই যারা ৭৯৭ টাকার বিনিময়ে ৩০০ দিন ভ্যালিডিটি দেয়। তবে শুধু ৩০০ দিন ভ্যালিডিটি নয়, পাশাপাশি আরো একাধিক অফার রয়েছে, যেগুলিও অন্য কোন টেলিকম সংস্থা আপাতত দেয় না।

৭৯৭ টাকা রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা ৩০০ দিনের ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন যে কোন নম্বরে আনলিমিটেড কথা বলার সুযোগ অর্থাৎ আনলিমিটেড কল। এর পাশাপাশি রয়েছে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে এসএমএস দেওয়া হচ্ছে। তবে আনলিমিটেড কল, প্রতিদিনের ডেটা ও প্রতিদিনের এসএমএসের সুবিধা পাওয়া যাবে প্রথম ৬০ দিনের জন্য। তারপর ৩০০ দিন পর্যন্ত সাধারণ চার্জ হিসাবে গ্রাহকদের থেকে খরচ নেওয়া হবে কল, এসএমএস ও ডেটার জন্য।

Advertisements