এক রিচার্জে ৩০০ দিন ভ্যালিডিটি, BSNL দিচ্ছে গ্রাহকদের দারুণ সুযোগ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের আধিপত্য বজায় রাখতে সক্ষম হয়েছে তাদের মধ্যে অন্যতম হলো Jio। এই টেলিকম সংস্থা এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। প্রযুক্তি এবং গ্রাহক সংখ্যার নিরিখে আপাতত এই টেলিকম সংস্থাকে টেক্কা দেওয়ার মতো খুব কম টেলিকম সংস্থা রয়েছে।

Jio কে টিক্কা দেওয়ার মতো যে সকল টেলিকম সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হলো Airtel। তবে বাকি যে দুটি টেলিকম সংস্থা ভারতে ব্যবসা করছে অর্থাৎ Vi এবং BSNL অনেক পিছিয়ে রয়েছে। যদিও রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হিসেবে BSNL তাদের গ্রাহকদের জন্য মাঝে মাঝেই দারুণ অফার দিয়ে থাকে। সেরকমই এবার এই টেলিকম সংস্থার তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান আনা হলো যেটি একবার রিচার্জ করলেই চলবে ৩০০ দিন।

BSNL-এর লম্বা ভ্যালিডিটির ওই রিচার্জ প্ল্যানটির সঙ্গে শুধু ভ্যালিডিটি নয়, পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে আনলিমিটেড ভয়েস কল সহ আরও একাধিক সুবিধা। বহু গ্রাহক রয়েছেন যারা এই রিচার্জ প্ল্যানটি সম্পর্কে ওয়াকিবহাল নন।

BSNL-এর এমন রিচার্জ প্ল্যানটির মূল্য হল ৭৯৭ টাকা। আগেই জানানো হয়েছে এই রিচার্জ প্ল্যান যারা রিচার্জ করবেন তারা ৩০০ দিনের ভ্যালিডিটি পাবেন। যদিও এই রিচার্জ প্ল্যানে আগে ৩৬৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হতো। কিন্তু বর্তমানে ৬৫ দিন ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে এবং ৩০০ দিন ভ্যালিডিটি দেওয়া হচ্ছে।

এই রিচার্জ প্ল্যান যে সকল গ্রাহকরা রিচার্জ করবেন তারা প্রথম ৬০ দিনের জন্য ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের unlimited কথা বলার সুযোগ পাবেন। এর পাশাপাশি প্রথম ৬০ দিনের জন্য দেওয়া হবে প্রতিদিন ২ জিবি করে ডেটা। এছাড়াও রয়েছে প্রথম ৬০ দিনের জন্য প্রতিদিন ১০০ টি করে এসএমএস।