সস্তার তিন অবস্থা, BSNL গ্রাহকদের জন্য চরম খারাপ খবর

নিজস্ব প্রতিবেদন : গ্রাহক সংখ্যার নিরিখে ভারতের টেলিকম বাজারে সবার পিছনে রয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। প্রযুক্তিগত দিক দিয়ে এই টেলিকম সংস্থা Jio, Airtel অথবা Vi-এর তুলনায় অনেক পিছিয়ে রয়েছে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থাগুলি 4G-র খোলস ছাড়িয়ে 5G-তে পা রাখছে, সেই জায়গায় এই টেলিকম সংস্থা এখনো 4G লঞ্চ করতে পারেনি।

তবে BSNL কেবলমাত্র একটি জায়গাতেই গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করে রয়েছে আর সেই জায়গাটি হল ‘সস্তা’। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে BSNL গ্রাহকদের সস্তার তিন অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সংস্থার তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে আর গ্রাহকদের সস্তার দিন রইল না।

BSNL টেলিকম সংস্থার তরফ থেকে চারটি জনপ্রিয় সস্তার প্ল্যান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু সিদ্ধান্ত নেওয়া নয় পাশাপাশি তার কার্যকর করা হয়েছে গত মাসের ১৬ তারিখ থেকে। এর ফলে আর BSNL গ্রাহকরা সস্তার ওই চারটি রিচার্জ বহন করতে পারবেন না।

সংস্থার তরফ থেকে যে চারটি রিচার্জ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই চারটি রিচার্জ প্ল্যান হলো এসটিভি ৭১ (STV 71), এসটিভি ১০৪ (STV 104), এসটিভি ১৩৫ (STV 135) এবং এসটিভি ৩৯৫ (STV 395)। এখন এই রিচার্জ প্ল্যানগুলি গ্রাহকরা আর রিচার্জ করতে পারবেন না।

এই সকল রিচার্জ প্ল্যান তুলে দেওয়ার ফলে অনেকেই রয়েছেন যারা সস্তায় নিজেদের মোবাইল ব্যবহার করতেন তাদের জন্য সত্যিই তা খারাপ খবর। বিশেষ করে সেই সকল গ্রাহকদের জন্য খারাপ খবর যারা আনলিমিটেড কল অথবা ডেটা ব্যবহার করেন না।