নিজস্ব প্রতিবেদন : জুলাই মাস থেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের রিচার্জ প্ল্যানের দাম ১১ শতাংশ থেকে ২৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করে। বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করার পর বহু গ্রাহক রয়েছেন যারা নিজেদের মোবাইল নম্বর পোর্ট ইন করে বিএসএনএল-এ নিয়ে আসেন। সস্তার জন্য গ্রাহকরা বিএসএনএল-এ নিজেদের নম্বর পোর্ট করলেও এবার বিএসএনএল তাদের একটি রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি কমিয়ে (BSNL Recharge Plan Revised) দিল।
রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হওয়ার পাশাপাশি বিএসএনএল এখন দেশের একমাত্র টেলিকম সংস্থা যারা গ্রাহকদের সবচেয়ে সস্তায় পরিষেবা দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই টেলিকম সংস্থা ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। প্রচুর গ্রাহক অন্যান্য টেলিকম সংস্থা থেকে প্রতিদিনই রাষ্ট্রায়ত্ত্ব টেলিকম সংস্থায় নাম লেখাচ্ছেন। তবে এসবের মধ্যে এইভাবে চুপিসারে দুম করে ভ্যালিডিটি কমিয়ে দেওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে পারছেন না।
বিএসএনএল যে রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি কমিয়ে দিয়েছে সেই রিচার্জ প্ল্যানটি হল ৪৮৫ টাকা। একসময় এই রিচার্জ প্ল্যান রিচার্জ করলে গ্রাহকরা ৯০ দিন অর্থাৎ পুরো তিন মাসের ভ্যালিডিটি পেতেন। পরবর্তীতে আবার এর ভ্যালিডিটি কমিয়ে করা হয় ৮২ দিন। কিন্তু আবার এখন এর থেকেও ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হয়েছে। ভ্যালিডিটি কমিয়ে দেওয়া গ্রাহকদের কাছে অত্যন্ত নিন্দনীয় হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন : BSNL OTT Plan: মাত্র ৪৯ টাকায় BSNL এ পেয়ে যাবেন ওটিটি দেখার সুযোগ, জানুন বিস্তারিত
বিএসএনএল তাদের ৪৮৫ টাকার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে যে সকল বদল এনেছে সেই বদল অনুযায়ী এবার গ্রাহকরা ৪৮৫ টাকা রিচার্জ করলে ৮০ দিন ভ্যালিডিটি পাবেন। এসে অনুযায়ী এর আগের সুবিধা থেকে দুদিন ভ্যালিডিটি কম পাওয়া যাচ্ছে। তবে আবার ভ্যালিডিটি কমিয়ে দেওয়া হলেও এই রিচার্জ প্ল্যানটিতে ডেটার পরিমাণ বৃদ্ধি করে দেওয়া হয়েছে।
আগে গ্রাহকরা ৪৮৫ টাকা রিচার্জ করলে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটা পেতেন। এর সঙ্গে পাওয়া যেত আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এখন এই রিচার্জ প্ল্যানটি রিচার্জ করলে গ্রাহকরা আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএস আর সঙ্গে পাবেন প্রতিদিন ২ জিবি করে ডেটা। অর্থাৎ আগের তুলনায় সংস্থার তরফ থেকে প্রতিদিন ৫১২ এমবি ডেটা বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ বিএসএনএল এবার এই রিচার্জ প্ল্যানটিতে ভ্যালিডিটি কমিয়ে দিলেও ডেটা বৃদ্ধি করে গ্রাহকদের ইন্টারনেট চালানোর সুবিধা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।