নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে টেলিকম সংস্থাগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতার কমতি নেই। প্রতিযোগিতার এই বাজারে প্রযুক্তি এবং গ্রাহক সংখ্যার দিক দিয়ে অবশ্যই এগিয়ে রয়েছে তিনটি বেসরকারি টেলিকম সংস্থা। তবে তাদের সঙ্গেও সমানভাবে লড়াই চালাচ্ছে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL।
একসময় রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থার গ্রাহকসংখ্যা দেশের মধ্যে সবচেয়ে বেশি ছিল। তবে পরবর্তীকালে বেসরকারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হয় এই টেলিকম সংস্থাকে এবং দেখতে দেখতে কোটি কোটি গ্রাহক হারায় BSNL। অন্যদিকে সম্প্রতি এই টেলিকম সংস্থা একের পর এক অফার গ্রাহকদের সামনে তুলে ধরে গ্রাহকদের মন জয় করতে চাইছে।
সম্প্রতি রাষ্ট্রায়ত্ত এই টেলিকম সংস্থা তাদের এক বছরের রিচার্জের সঙ্গে ২ মাস বাড়তি ভ্যালিডিটি দেওয়ার ঘোষণা করেছে। বাড়তি ভ্যালিডিটি দেওয়ার পাশাপাশি পাওয়া যাবে ইন্টারনেট, আনলিমিটেড কল সহ অন্যান্য সুবিধা। ফলে গ্রাহকদের অনেকটাই খরচ কমবে এই অফার দেওয়ার পরিপ্রেক্ষিতে।
BSNL-এর ঘোষণা অনুযায়ী ২৩৯৯ টাকার রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে এই সুবিধা পাবেন গ্রাহকরা। আগে এই রিচার্জ প্ল্যানে ৩৬৫ দিনের ভ্যালিডিটি দেওয়া হতো। বর্তমানে এর সঙ্গে আরও ৬০ দিন বাড়তি ভ্যালিডিটি যোগ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রায়াত্ত এই টেলিকম সংস্থার গ্রাহকরা এখন এই রিচার্জ করলে মোট ৪২৫ দিনের ভ্যালিডিটি পাবেন। জুন মাসের শেষ পর্যন্ত এই অফার থাকবে বলে জানা যাচ্ছে।
২৩৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৪২৫ দিন ভ্যালিডিটি পাওয়ার পাশাপাশি পাবেন লোকাল, এসটিডি যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কথা বলার সুবিধা। এছাড়াও রয়েছে প্রতিদিন ২ জিবি করে আনলিমিটেড ডেটা। পাশাপাশি রয়েছে প্রতিদিন ১০০টি করে এসএমএস।