প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট, আনলিমিটেড কল, পুরাতন প্ল্যানে বদল আনলো BSNL

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সরকারি মালিকানার টেলিকম সংস্থা BSNL-এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যান, যা BSNL-এর সিক্সার প্ল্যান বলে পরিচিত ছিল সেই প্ল্যানের মধ্যে বেশ কিছু পরিবর্তন করে আবার এলো বাজারে। BSNL এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি বাড়িয়ে একই টাকায় ৩১ শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন ৩ জিবি ডেটা দেওয়ার কথা বলেছে।

Advertisements

Advertisements

মাত্র দুই মাসের ব্যবধানে BSNL ৬৬৬ টাকার প্ল্যানে দ্বিতীয়বার বড় পরিবর্তন আনে। BSNL এর আগে ৬৬৬ টাকার প্ল্যানে MTNL নম্বরে বিনামূল্যে ভয়েস কলিং যোগ করেছিল। নতুন ৬৬৬ টাকার প্ল্যানটি ২৩ শে ডিসেম্বর থেকে চালু হয়েছে।

Advertisements

ভারতের শীর্ষস্থানীয় তিনটি টেলি কোম্পানি ইতিমধ্যে প্ল্যানের দাম বাড়িয়েছে কিন্তু BSNL কোনও মূল্যবৃদ্ধি কার্যকর করেনি এবং একই সময়ে টেলকো তার পোর্টফোলিওতে জনপ্রিয় একটি প্রিপেইড প্ল্যানের ডেটা বাড়িয়েছে। এই নতুন BSNL ৬৬৬ টাকা প্রিপেইড রিচার্জে আনলিমিটেড ভয়েস কল (প্রতিদিন ২৫০ মিনিট), অতিরিক্ত ডেটা অফার সহ প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ১৩৪ দিনের জন্য প্রতিদিন ১০০ SMS দেওয়া হবে। এছাড়াও MTNL নেটওয়ার্কেও ফ্রি ভয়েস কল করা যাবে। তবে দুঃখের বিষয়, প্রতিদিনের ভিত্তিতে ভয়েস কলিংয়ের একটি FUP সীমা রয়েছে ২৫০ মিনিট।

BSNL ব্যবহারকারীরা ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানটি রিচার্জ যদি ৩১ শে ডিসেম্বর, ২০১৯ পর্যন্ত রিচার্জ করে থাকেন তাহলে প্রতিদিন ৩ জিবি ডেটা পাবেন, তারপরে সুবিধাটি হ্রাস করা হবে প্রতিদিন ২ জিবিতে। প্ল্যানটি ২৩ শে ডিসেম্বর ২০১৯ থেকে কার্যকর হয়েছে।

BSNL এর ৬৬৬ টাকার প্রিপেইড প্ল্যানের এবছরের এটা চতুর্থ পরিবর্তন। ২০১৯ এর শুরুতে, BSNL এর এই প্ল্যানের মেয়াদ ১২৯ দিন থেকে ১২২ দিন করে, তবে কয়েক মাস পরে, প্ল্যানটির মেয়াদ বাড়িয়ে ১৩৪ দিন করা হয়েছে। কয়েক মাস আগে, BSNL, MTNL নেটওয়ার্কে ফ্রি ভয়েস কলিং সুবিধা যোগ করেছে ও এখন এটি ডেটা সুবিধা বাড়িয়েছে। সুতরাং এই প্ল্যানটি যে অনেক মানুষ ব্যবহার করেন তা বোঝায় যাচ্ছে।

BSNL বর্তমানে ১২ কোটির থেকেও বেশী গ্রাহকদের টেলিকম নেটওয়ার্ক এবং ভারতের রিলায়েন্স জিও, ভোডাফোন আইডিয়া এবং ভারতী এয়ারটেলের মতো বেসরকারী অপারেটরগুলির পরেই চতুর্থ স্থানে অবস্থান করছে। শীর্ষ তিনটি টেলিকম কোম্পানি ইতিমধ্যেই এই মাসের শুরুর দিকে প্রিপেইড ব্যবহারকারীদের জন্য দাম বাড়ানোর ঘোষণা করেছে এবং তারা প্ল্যানের দাম প্রায় ৪০% বাড়িয়েছে, কিন্তু BSNL সংস্থাটি এখনও কোনো প্ল্যানের দাম বাড়ায়নি। সূত্র অনুসারে এই বিষয় আলোচনা চললেও কিছুই নিশ্চিত নয়।

Advertisements