নিজস্ব প্রতিবেদন : দেশের টেলিকম বাজারে (Telecom Sector) সমস্ত টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে উপরে উঠে গিয়েছে Jio। বর্তমানে মুকেশ আম্বানির (Mukesh Ambani) এই টেলিকম সংস্থা আকাশছোঁয়া গ্রাহক সংখ্যা বৃদ্ধি করেছে। বিপুলসংখ্যক এই গ্রাহক সংখ্যা বৃদ্ধি করে তারাই এখন দেশের বৃহত্তম টেলিকম সংস্থা।
অন্যদিকে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL দিন দিন নিজেদের গ্রাহক সংখ্যা ছুইয়ে তলা নিতে ঠেকেছে। বর্তমানে তাদের এমন পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে গ্রাহক নেই বললেই চলে। তবে এই জায়গা থেকেও এই টেলিকম সংস্থা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে। ঘুরে দাঁড়ানোর সেই মরিয়া চেষ্টায় এবার তাদের তরফ থেকে এমন একটি রিচার্জ প্ল্যান আনা হলো যা টক্কর দিচ্ছে দেশের বৃহত্তম টেলিকম সংস্থাগুলিকেও।
দেশের রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL এখনো পর্যন্ত তাদের 4g পরিষেবা বাজারে উপলব্ধ করতে পারেনি। এমন পরিস্থিতিতে তাদের কাছে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তবে এসবের মাঝেও তারা গ্রাহকদের সস্তায় পরিষেবা দিয়ে নিজেদের বাজার ধরে রাখার চেষ্টা চালাচ্ছে। সংস্থা নতুন যে রিচার্জ প্ল্যানটি এনেছে তাতে সস্তায় গ্রাহকদের অনেক বেশি ইন্টারনেট করার সুযোগ দেওয়া হচ্ছে।
BSNL যে রিচার্জ প্ল্যানটি তাদের গ্রাহকদের উপহার দিয়েছে সেই রিচার্জ প্ল্যানটি একবার রিচার্জ করলেই এক বছর আর দেখতে হবে না। এক বছর ধরে গ্রাহকরা আনলিমিটেড কথা বলার সুযোগ পাবেন। এর পাশাপাশি দৈনিক ডেটা ব্যবহারের কোনরকম সীমারেখা নেই। গ্রাহকরা চাইলে দিনে যত খুশি ইন্টারনেট করতে পারবেন।
পাশাপাশি এই রিচার্জ প্ল্যানটির সঙ্গে দেওয়া হচ্ছে প্রতিদিন ১০০ টি করে এসএমএস, ৩০ দিনের জন্য বিনামূল্যে বিএসএনএল টিউন, এছাড়াও রয়েছে আরও বিভিন্ন সুবিধা। এই রিচার্জ প্ল্যানটির জন্য গ্রাহকদের খরচ করতে হবে ১৯৯৯ টাকা এবং এই টাকায় এমন সুবিধাগুলি চলবে ৩৬৫ দিন।