BSNL দিচ্ছে অন্য নেটওয়ার্কের থেকে অনেক বেশি সুবিধা, দেখে নিন প্ল্যান

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিসেম্বর মাসের শুরুতেই ভারতের টেলিকম সংস্থাগুলির নিজেদের ট্যারিফ রেট বাড়াতে শুরু করে। তারা ট্যারিফ রেট বাড়ায় সংস্থা অনুযায়ী প্রায় ৩৯ থেকে ৪২ শতাংশ পর্যন্ত। কিন্তু বিএসএনএল! বিএসএনএল সংস্থার দাবি, তারা কোন রকম ট্যারিফ রেট বাড়ায়নি। এ নিয়ে গত ৪ই ডিসেম্বর তারা ট্যুইটারে একটি পোস্ট করে। আবার গত ৮ তারিখ তারা তাদের ট্যুইটার হ্যান্ডেলে জানায়, বিএসএনএলে আসুন, কেন অন্য নেটওয়ার্ক সংস্থা থেকে বিএসএনএলে আসবেন।

Advertisements

Advertisements

বিএসএনএল জানাচ্ছে, তাদের সমস্ত যে প্ল্যানটি মাত্র ১৫৩ টাকায় গ্রাহকদের দিচ্ছে, সেই প্ল্যানটি জিও গ্রাহকরা পান ১৯৯ টাকায়, এয়ারটেল ও ভোডাফোনের আইডিয়া গ্রাহকরা পান যথাক্রমে ২৪৮ ও ২৪৯ টাকায়।

Advertisements

বিএসএনএল যে প্ল্যানটি গ্রাহকদের মাত্র ১৭১ টাকায় দিচ্ছে সেই একই প্ল্যান নিতে জিও গ্রাহক দিতে হয় ২৪৯ টাকা, এয়ারটেল ও ভোডাফোনের গ্রাহকদের যথাক্রমে ২৯৮ ও ২৯৯ টাকা।

বিএসএনএলের যে প্ল্যানের জন্য গ্রাহকদের খরচ হয় মাত্র ১৮৬ টাকা, সেই একই প্ল্যান জিও গ্রাহকদের চালাতে হলে খরচ হয় ৩৪৯ টাকা। এয়ারটেল ও ভোডাফোনের গ্রাহকদের খরচ হয় যথাক্রমে ৩৯৮ ও ৩৯৯ টাকা।

এরকম আরও কতকগুলি প্লান নিয়ে বিএসএনএল অন্যান্য সংস্থার থেকে কতটা লাভজনক তা তুলে ধরেছে তাদের ট্যুইটার হ্যান্ডেলে। পাশাপাশি তারা এ-ও জানিয়েছে, তাদের যেকোনো নেটওয়ার্কে কল আনলিমিটেড।

Advertisements