BSNL Sim Card Home Delivery: লাইনে দাঁড়ানোর দরকার নেই, এবার ঘরে বসেই কয়েকটি ক্লিকে পেয়ে যান BSNL সিমকার্ড

Shyamali Das

Published on:

Advertisements

শ্যামলি দাস : রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর চাহিদা জুলাই মাস থেকে ব্যাপক আকার নিয়েছে। এমন চাহিদা বৃদ্ধি পাওয়ার পিছনে রয়েছে দেশের অন্যান্য তিন বেসরকারি টেলিকম সংস্থার ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করা। বেসরকারি তিন টেলিকম সংস্থার ট্যারিফ প্ল্যান বৃদ্ধি পাওয়ার পর খরচ বাঁচাতে লক্ষ লক্ষ মোবাইল ব্যবহারকারী বিএসএনএল-এ নিজেদের নম্বর পোর্ট ইন করছেন অথবা নতুন সিম কার্ড নিচ্ছেন।

Advertisements

খুব অল্প সময়ের মধ্যে বিএসএনএলের এমন সিম কার্ডের চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে দোকান থেকে শুরু করে বিভিন্ন অফিসে বাড়তে শুরু করেছে লম্বা লাইন। লাইন এতটাই লম্বা যে রীতিমত ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে হচ্ছে গ্রাহকদের। তবে আর লাইনে এইভাবে দাঁড়িয়ে সময় নষ্ট করার দরকার নেই, এবার বাড়িতে বসেই কয়েকটি ক্লিক করেই মিলবে বিএসএনএল সিম কার্ড (BSNL Sim Card Home Delivery)।

Advertisements

লাইনে না দাঁড়িয়ে বাড়িতে বসেই বিএসএনএল সিম কার্ড পাওয়ার জন্য একটি ওয়েবসাইটে অর্ডার দিতে হবে গ্রাহকদের। ওই ওয়েবসাইটে স্টেপ বাই স্টেপ কয়েকটি অপশনে ক্লিক করলেই মাত্র কয়েক মিনিটের মধ্যে বাড়িতে সিম কার্ড পৌঁছে দেওয়া হবে। ওই ওয়েবসাইট থেকে পোর্ট ইন অথবা নতুন সিম কার্ড দুয়েরই অপশন দেওয়া হচ্ছে।

Advertisements

আরও পড়ুন ? BSNL: ৪৫ দিন টেনশন ফ্রি, রোজ ২ জিবি ডেটা, ধুঁয়াধার রিচার্জ প্ল্যান আনল BSNL

যে ওয়েবসাইটটির কথা বলা হচ্ছে ওই ওয়েবসাইটটি হলো https://prune.co.in/। এই ওয়েবসাইটের মাধ্যমের সাধারণ সিমকার্ডের পাশাপাশি ই-সিম পাওয়া যায়। এই ওয়েবসাইটটিতে আপনাকে প্রথমেই বেছে নিতে হবে আপনি কোন ধরনের সিম কার্ড নিতে চাইছেন। ই-সিম নাকি সিম কার্ড বেছে নেওয়ার পর বেছে নিতে হবে কোন দেশের সিম কার্ড নিতে চাইছেন। এরপর দেশ হিসাবে ইন্ডিয়া লিখে নেওয়ার পর বেছে নিতে হবে বিএসএনএল অথবা অন্য কোন টেলিকম সংস্থার সিম কার্ড চাইছেন কিনা তা।

পরবর্তীতে বেছে নিতে হবে প্ল্যান। এরপর নিজের নাম, মোবাইল নম্বর এবং মোবাইল নম্বরে আসা ওটিপি, ঠিকানা সহ অন্যান্য যাবতীয় তথ্য দেওয়ার পর পেমেন্ট করতে হবে এবং সবকিছু হয়ে গেলে কয়েক মিনিটের মধ্যেই আপনার বাড়িতে সিম কার্ড ডেলিভারি করা হবে। তবে এই পরিষেবা এখনো পর্যন্ত কেবলমাত্র হরিয়ানার গুরগাঁও ও উত্তর প্রদেশের গাজিয়াবাদে শুরু হয়েছে। যা জানা যাচ্ছে তাতে আগামী দিনে দেশের সব জায়গায় এমন পরিষেবা শুরু হয়ে যাবে।

Advertisements