নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা নিজেদের অস্তিত্ব বজায় রেখেছে তার মধ্যে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা হল BSNL। এই টেলিকম সংস্থা সস্তায় পরিষেবা দেওয়ার জন্য বহু গ্রাহকের মন জয় করে। তবে সম্প্রতি অন্যান্য টেলিকম সংস্থার মতে এই টেলিকম সংস্থারও খরচ বৃদ্ধি পেয়েছে।
গত বছর নভেম্বর এবং ডিসেম্বর মাসে দেশের বেসরকারি টেলিকম সংস্থার জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া নিজেদের ট্যারিফ রেট বৃদ্ধি করে। তবে রাষ্ট্রায়াত্ত টেলিকম সংস্থা BSNL কোন রকম খরচ বৃদ্ধি করে নি। কিন্তু সম্প্রতি তারা ঘুরপথে গ্রাহকদের খরচ বৃদ্ধি করল।
BSNL তাদের গ্রাহকদের ভ্যালিডিটি রিচার্জের ক্ষেত্রে একগুচ্ছ পরিবর্তন এনেছে। পরিবর্তন আনা হয়েছে ৪৯, ৭৪, ৭৫, ৯৪, ৯৫, ১০৬, ১০৭, ১৯৭, ৩৯৭ টাকার প্রতিটি রিচার্জের ক্ষেত্রে। এইসকল রিচার্জে আগে যে ভ্যালিডিটি পাওয়া যেত তা এখন অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দাম বৃদ্ধি না করলেও ভ্যালিডিটি কাটছাঁট করে নিজেদের মুনাফা বৃদ্ধি করছে এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা।
কোন রিচার্জে কত দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে
৪৯ টাকার রিচার্জে ২০ দিন, ৭৪ টাকার রিচার্জে ৩০ দিন, ৭৫ টাকার রিচার্জে ৩০ দিন, ৯৪ টাকার রিচার্জে ৪৫ দিন, ৯৫ টাকার রিচার্জে ৪৫ দিন, ১০৬ টাকার রিচার্জে ৪৫ দিন, ১০৭ টাকার রিচার্জে ৪৫ দিন, ১৯৭ টাকার রিচার্জে ১০০ দিন, ৩৯৭ টাকার রিচার্জে ২০০ দিন। এছাড়াও আরও একাধিক রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে। এই সকল পরিবর্তনের ফলে সাধারণ গ্রাহকদের খরচ অনেক বৃদ্ধি পাচ্ছে।