খারাপ খবর, এক ধাক্কায় ১ জিবি করে ইন্টারনেট কমিয়ে দিলো BSNL

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতের অন্যান্য টেলিকম সংস্থাগুলির তুলনায় প্রতিনিয়ত রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL গ্রাহকদের সামনে নতুন নতুন অফার তুলে ধরে জনপ্রিয়তা বাড়াচ্ছিল। তবে ফেব্রুয়ারি মাসের শুরুতে এই সংস্থার গ্রাহকরা কিছুটা হলেও ধাক্কা খেলেন। BSNL তাদের একটি রিচার্জ প্ল্যানে প্রতিদিন ১ জিবি করে ডেটা বা ইন্টারনেট কমিয়ে দিলো।

Advertisements

Advertisements

ফেব্রুয়ারি মাসের শুরুতেই BSNL তাদের ১৯৯৯ টাকার রিচার্জ প্ল্যানের বদল ঘটালো। এই রিচার্জ প্ল্যানে BSNL গ্রাহকরা এযাবৎ প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট বা ডেটার সাথে আনলিমিটেড কলের সুবিধা পেতেন। তবে ফেব্রুয়ারি মাসের ১ তারিখ থেকে যে সমস্ত গ্রাহকরা এই রিচার্জ করবেন তারা ৩ জিবির পরিবর্তে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন।

Advertisements

অন্যদিকে ডেটা কমিয়ে দেওয়ার পাশাপাশি এই রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বাড়তি ২১ দিনের যে ভ্যালিডিটি অফার চলছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাস থেকেই। অর্থাৎ অফার চলাকালীন জানুয়ারি মাস পর্যন্ত BSNL গ্রাহকরা এই রিচার্জ প্ল্যানে যেখানে ৩৮৬ দিন ভ্যালিডিটি পাচ্ছেন তা আর পাবেন না। এখন ভ্যালিডিটি পাওয়া যাবে ৩৬৫ দিন।

তবে যদি কোন BSNL গ্রাহক বর্তমানে প্রতিদিন ৩ জিবি ডেটার সুবিধা পেতে চান তাহলে তাকে ২৩৯৯ টাকার রিচার্জ করতে হবে। যাতে প্রতিদিন ৩ জিবি করে ডেটার সাথে আনলিমিটেড কল এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। এই রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি সাধারণত ৩৬৫ দিনের হলেও বর্তমানে ৪৩৭ দিন ভ্যালিডিটি পাওয়া যাচ্ছে।

Advertisements