BSNL 5G: BSNL 5G-তে হল প্রথম ভিডিও কল, বাংলায় কবে মিলবে সস্তায় দ্রুতগতির ইন্টারনেট

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্ক: দেশের সস্তায় এখন টেলিকম নেটওয়ার্ক বলতে শুধু BSNL আর BSNL। কেননা এখন সস্তার মুকেশ আম্বানির Jio দামি হয়ে গিয়েছে। অন্যান্য টেলিকম সংস্থাগুলিও তাদের ট্যারিফ প্ল্যান বৃদ্ধি করেছে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা এখন বিএসএনএল নেটওয়ার্কের দিকেই ঝুঁকছেন। আবার শোনা যাচ্ছে বিএসএনএল খুব তাড়াতাড়ি BSNL 5G ট্রায়াল শুরু করতে চলেছে।

Advertisements

সস্তায় মোবাইল পরিষেবা দেওয়ার ক্ষেত্রে বিএসএনএল-এর বিকল্প অন্য কোন টেলিকম সংস্থা না হলেও কিন্তু এই টেলিকম সংস্থা এখন দেশের সব জায়গায় দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা 4G পৌঁছে দিতে পারেনি। স্বাভাবিকভাবেই তারা এখনো পর্যন্ত লঞ্চ করতে পারেনি 5G পরিষেবা। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া যা জানিয়েছেন তাতে উন্নত মানের এমন পরিসেবার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না।

Advertisements

BSNL 5G লঞ্চ হওয়া নিয়ে এমন আশাবাদী হওয়ার পিছনে একটি কারণ রয়েছে। আর সেই কারণটি হল কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া BSNL 5G নেটওয়ার্ক পরীক্ষা করে দেখেন। তিনি এই নেটওয়ার্ক পরীক্ষা করে দেখার পাশাপাশি BSNL 5G থেকে প্রথম ভিডিও কল করেন। আর এর পরই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেন, দেশে খুব তাড়াতাড়ি BSNL 5G পরিষেবা চালু হবে। শুধু তাই নয়, ইতিমধ্যেই BSNL 5G রেডি সিম দেওয়া শুরু করেছে এবং সেই সকল সিম কার্ডের ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরালও হয়েছে।

Advertisements

আরও পড়ুন : CAA: বদলে গেল CAA, এবার বাংলাদেশ হোক বা পাকিস্তান, মুসলিম বাদে আরও সহজে ভারতে মিলবে নাগরিকত্ব

BSNL দীর্ঘদিন ধরে তাদের 4G পরিষেবার ট্রায়াল রান চালানোর পর এখন ধীরে ধীরে দেশের বিভিন্ন কোনায় 4G নেটওয়ার্ক চালু করা শুরু করেছে। চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে ৮০ হাজার 4G টাওয়ার বসবে দেশের বিভিন্ন জায়গায়। আগামী বছর মার্চ মাসের মধ্যে এই টাওয়ারের সংখ্যা এক লক্ষ পার হয়ে যাবে। এসবের মধ্যেই 5G পরিষেবা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী যা জানিয়েছেন তাতে আশা আরও বেড়ে যাচ্ছে দেশবাসীদের। কেননা বিএসএনএল দেশজুড়ে 4G ও 5G পরিষেবা চালু করলে অন্যান্য টেলিকম সংস্থাগুলি চাপে পড়ে খরচ কমাতেও পারে।

এখন এসবের পরে প্রশ্ন উঠছে বাংলায় কবে মিলবে BSNL 5G পরিষেবা? আপাতত সংস্থার তরফ থেকে খুব তাড়াতাড়ি BSNL 5G-র ট্রায়াল রান শুরু করা হবে দিল্লির কনৌট প্লেস, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, সঞ্চার ভবন, ইন্ডিয়া হ্যাবিটাট সেন্টার, হায়দরাবাদের আইআইটি, বেঙ্গালুরুর সরকারি দফতরে বলে জানা যাচ্ছে সূত্র মারফত। এক্ষেত্রে বাংলায় আপাতত BSNL 5G-র ট্রায়াল রান চলার মত কোন খবর পাওয়া যায়নি। সুতরাং বাংলায় এমন পরিষেবা পেতে হলে অপেক্ষা ছাড়া উপায় নেই।

Advertisements