নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে যে সকল টেলিকম সংস্থা ব্যবসা চালাচ্ছে তাদের মধ্যে অন্যতম জায়গা দখল করে রয়েছে জিও এবং এয়ারটেল। এই দুই টেলিকম সংস্থা প্রতিনিয়ত গ্রাহকদের নতুন নতুন সুযোগ-সুবিধা দেওয়ার কারণেই তারা অনন্য জায়গা দখল করে নিয়েছে। তবে এই দুই টেলিকম সংস্থা গ্রাহকদের নতুন নতুন সুযোগ-সুবিধা দিলেও তাদের রিচার্জ প্ল্যানের দাম রাষ্ট্রয়াত্ত টেলিকম সংস্থা বিএসএনএল-এর (BSNL) তুলনায় অনেক বেশি।
ভারতে যে সকল টেলিকম সংস্থা রয়েছে সেই সকল টেলিকম সংস্থার এক বছরের রিচার্জ প্ল্যানের দাম যদি দেখা যায় তাহলে কোন টেলিকম সংস্থাই বিএসএনএলের তুলনায় সস্তায় প্ল্যান দিতে পারবে না। স্বাভাবিকভাবেই খরচের দিক দিয়ে বহু গুণে সাশ্রয় বিএসএনএল। আর এতেই অন্যান্য টেলিকম সংস্থাগুলির ঘুম উড়ছে বলে মনে করছেন টেক বিশেষজ্ঞরা।
জিওর লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান: জিওর যদি সবচেয়ে সস্তায় প্রতিদিন ১.৫ জিবি ডেটা সহ লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যানের দিকে তাকানো যায় তাহলে তাদের রয়েছে ২৫৪৫ টাকার রিচার্জ প্ল্যান। যাতে ৩৩৬ দিন ভ্যালিডিটি পাওয়া যায়। এর সঙ্গে রয়েছে আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ টি এসএমএস এবং অন্যান্য সুবিধা।
আরও পড়ুন ? Jio Recharge: ৫৬ টাকা কম খরচ! মিলবে প্রতিদিন 2GB ডেটা, জিওর এই রিচার্জ বাঁচাবে পকেট খরচ
এয়ারটেলের লম্বা ভ্যালিডিটির রিচার্জ প্ল্যান: এয়ারটেলের প্রতিদিন ২ জিবি ডেটা, প্রতিদিন ১০০ টি করে এসএমএস এবং আনলিমিটেড কল সহ ৩৬৫ দিনের যে রিচার্জ প্ল্যান রয়েছে তার খরচ ২৯৯৯ টাকা।
BSNL Long Validity Recharge: অন্যদিকে বিএসএনএলের লম্বা ভ্যালিডিটির যে সকল রিচার্জ প্ল্যান রয়েছে তার মধ্যে অন্যতম হলো ১৯৯৯ টাকা। ১৯৯৯ টাকায় গ্রাহকরা প্রতিদিন ১০০ টি করে এসএমএস পাওয়ার পাশাপাশি ভারতবর্ষের যে কোন নেটওয়ার্কের আনলিমিটেড কথা বলার সুযোগ পান। এছাড়াও এর সঙ্গে দেওয়া হচ্ছে মোট ৬০০ জিবি ডেটা। এই রিচার্জ প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন। অর্থাৎ প্রতিদিন ১.৬৪ জিবি করে ডেটা পাবেন গ্রাহকরা। সুতরাং এখানেই স্পষ্ট, এক বছরের রিচার্জ প্ল্যানের ক্ষেত্রে বিএসএনএল-এর ধারে কাছে নেই কোন টেলিকম সংস্থা।