দাম বাড়ছে মদ ও মোবাইলের, কমছে কিসের, রইলো তালিকা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশে করোনা পরিস্থিতির কারণে সংকটে অর্থনীতি। আর এই অর্থনৈতিক সংকট থেকে দেশকে চাঙ্গা করার জন্য বাড়া প্রয়োজন টাকার যোগান। আর সেই কথা মাথায় রেখে মনে করা হচ্ছিল করের ক্ষেত্রে ছাড় পেতে পারেন মধ্যবিত্তরা। কিন্তু সেই পথে হাঁটতে দেখা গেলো না কেন্দ্রকে। শর্তসাপেক্ষে প্রবীণ নাগরিকদের জন্য করার ক্ষেত্রে ছাড় দেওয়ার ঘোষণা করা হয়। পাশাপাশি একাধিক পণ্যের উপর এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচর অ্যান্ড ডেভলপমেন্ট সেস বসানো হয়েছে।

Advertisements

Advertisements

একাধিক পণ্যের উপর এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচর অ্যান্ড ডেভলপমেন্ট সেস বসার কারণে স্বাভাবিকভাবেই দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে আবার একইভাবে ছাড় ঘোষণায় বেশ কিছু পণ্যের ক্ষেত্রে দাম কমার সম্ভাবনাও দেখা দিয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন জিনিসের দাম বাড়বে এবং কোন কোন জিনিসের দাম কমতে চলেছে।

Advertisements

আয়করে ছাড়ের আশা করা হলেও কেন্দ্রীয় বাজেটে এনিয়ে কোনো ঘোষণা না হওয়ায় হতাশ মধ্যবিত্তরা। তবে এই বাজেটে ৭৫ বছর বয়সী প্রবীণ নাগরিকদের জন্য সুখবর দিয়ে জানানো হয় তাদের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করতে হবে না। অন্যদিকে শেয়ার মার্কেট থেকে বিনিয়োগকারীদের আয় বাড়াতে ডিভিডেন্ড থেকে টিডিএস কাটা হবে না বলে ঘোষণা করা হয়। পাশাপাশি গৃহঋণের ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করা হয়েছে।

সেস বসানোর কথা বলা হয়েছে পেট্রোল, ডিজেল, মদ, ডালের উপর। ৪ টাকা করে সেস বসতে চলেছে প্রতি লিটার ডিজেলে। আর এর প্রভাব সরাসরি পেট্রোপণ্যের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে। পেট্রোপণ্যের দাম বাড়লে পরোক্ষভাবে তার ব্যাপক প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র এবং খাদ্যসামগ্রীর উপর। যদিও সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে সেস বসানো হলেও এক্সাইজ কর কমিয়ে দেওয়াই পেট্রোপণ্যের দাম বাড়বে না।

কোন কোন জিনিসের দাম বাড়তে চলেছে

এবারের বাজেট অনুযায়ী দাম বাড়তে চলেছে ফ্রিজ এবং কন্ডিশনারের কম্প্রেসর, LED ল্যাম্প, প্রিন্টেড সার্কিট বোর্ডের যন্ত্রাংশ, কাঁচা রেশম এবং তুলো, সোলার ইনভার্টার এবং লণ্ঠন, সেফটি গ্লাস, উইন্ডস্ক্রিন ওয়াইপার, সিগনালিং যন্ত্রপাতি-সহ অটোমোবাইল যন্ত্রাশ, ক্যামেরা মডিউল, কানেক্টর, ব্যাক কভার, সাইড কি’র মতো মোবাইল ফোনের যন্ত্রাংশ, লিথিয়ামের কাঁচামাল, আয়ন ব্যাটারি-সহ মোবাইল ফোনের চার্জারের সামগ্রী, কালি কার্টিজ এবং ইঙ্ক স্প্রে নজল, চামড়ার জিনিস, নাইলন ফাইবার এবং সুতো, প্লাস্টিক বিল্ডার ওয়্যার, কাটা এবং পালিশ হওয়া সিন্থেটিক স্টোন, মদ, মুসুর-ছোলার ডাল, ভোজ্য তেল, আপেল ইত্যাদির।

কোন কোন জিনিসের দাম কমতে চলেছে

বাজেট অনুযায়ী দাম কমতে চলেছে সোনা এবং সোনার বাঁট, রুপো এবং রুপো বাঁট, প্ল্যাটিনাম এবং প্যালেডিয়ামের মতো মূল্যবান ধাতু, আন্তর্জাতিক সংগঠন এবং কূটনৈতিক মিশনের আমদানিকৃত মেডিক্যাল ডিভাইস, লোহা, তামা, কাঁসা, সার, শিল্প কারখানায় ব্যবহৃত কাঁচামালের দাম।

Advertisements