Bullet Trains in India: সম্প্রতি যুগের সঙ্গে তাল মিলিয়ে ভারতীয় রেল নিজেদের সাজিয়ে তুলেছে নতুনভাবে। গ্রহণ করেছে আধুনিক প্রযুক্তি এবং জনগণকে দিচ্ছে একাধিক পরিষেবা। পরিবহন ব্যবস্থার দিক থেকে বিচার করতে গেলে দেশের জনগণের অন্যতম ভরসার জায়গা হল ভারতীয় রেল। ধনী থেকে দরিদ্র সমাজের সকল শ্রেণীর মানুষের জন্য এটি হলো একটি উপযুক্ত পরিবহন ব্যবস্থা। স্বল্প খরচে এবং অল্প সময়ে নিমেষে পৌঁছে যাওয়া যায় গন্তব্যস্থলে। রেলযাত্রার মত নিরাপদ এবং আরামদায়ক যাত্রা আর কোথাও হয় না। ভারতের শীঘ্রই চালু হতে চলেছে বুলেট ট্রেন, পরিবহন ব্যবস্থার মান আরো বেশি উন্নত হবে এরপর থেকে।
রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, জাপানের সহযোগিতায় আহমেদাবাদ থেকে মুম্বই পর্যন্ত শীঘ্রই চালু হতে চলেছে বুলেট ট্রেন (Bullet Trains in India)। আশ্চর্যজনক ঘটনা হলো তার আগেই ভারত তৈরি করবে বুলেট ট্রেন। এর সর্বোচ্চ গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। সেই কারণেই চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি বিইএমএলকে বরাদ দেওয়া হয়েছে ৮৬৭ কোটি টাকার।
আরো পড়ুন: যাত্রা বাতিল হলেও টিকিট বাতিল করার কোন প্রয়োজন নেই, রেল দিচ্ছে সুবর্ণ সুযোগ
সূত্র অনুযায়ী যারা যাচ্ছে যে, ভারতের বুলেট ট্রেন তৈরি হবে বিইএমএল এর বেঙ্গালুরুর ফ্যাক্টরিতে। যদি সমস্ত কিছু ঠিকঠাক চলে তাহলে হয়তো ২০২৬ সালেই ছুটতে পারে বুলেট ট্রেন (Bullet Trains in India)। ভারতীয়দের জন্য সবথেকে গর্বের বিষয় হলো ভারতের বুলেট ট্রেন জাপানের থেকেও অনেক সস্তা হবে। একেবারে দেশীয় প্রযুক্তির ওপর নির্ভর করে তৈরি করা হবে এই বুলেট ট্রেন এবং ২০২৬ সালেই সুরাট থেকে বিলিমোরা পর্যন্ত আপন গতিতে দৌড়োবে এই বুলেট ট্রেন। ৮৬৭ কোটি টাকার বাজেটের মধ্যে রয়েছে ডিজাইন, টুলিং, টেস্টের খরচ।
আরো পড়ুন: আর মারপিট নয়, এখন ঘরে বসেই অনলাইনে কেটে ফেলুন তৎকাল টিকিট
ভারতে যদি বুলেট ট্রেন একবার চালু হয়ে যায় তাহলে পরিবহন ব্যবস্থায় এক যুগান্তকারী বিপ্লব আসতে চলেছে। নিমেষের মধ্যে যেকোন জায়গায় চলে যাওয়া যাবে, সময় লাগবে একেবারে কম। ভারতীয় বুলেট ট্রেনের প্রতিটি কোচ তৈরি করতে আনুমানিক খরচ হতে পারে ২৭.৮৬ কোটি টাকা। ট্রেনে থাকবে রোটেটিং সিট। সঙ্গে থাকছে ইনফোটেইনমেন্ট সিস্টেম।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে একটি প্রশ্নের উত্তরের পরিপ্রেক্ষিতে বলেন যে, এই ট্রেনে থাকবে চেয়ার কার, অটোমটেক ডোর, ক্লাইমেট কন্ট্রোল, সিসিটিভি, ফায়ার সেফটি ব্যবস্থা, মোবাইল চার্জিং সিস্টেম। এই একাধিক ফিচারসযুক্ত বুলেট ট্রেন (Bullet Trains in India) ভারতের রেলের ইতিহাসে এক নজির স্থাপন করবে।