Special Train for Puja: সামনেই আসন্ন বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর এই উৎসবের মরশুমে বাঙালি বেরিয়ে পড়ে অজানাকে জানার উদ্দেশ্যে। ব্যস্ত জীবনের থেকে কয়েকদিনের মুক্তি মানেই হলো দূরে কিংবা কাছে কোথাও ঘুরতে যাওয়া। বাঙালি সারা বছর অপেক্ষা করে থাকে এই কয়েকটি দিনের জন্যই। শুধু দুর্গাপূজা নয় সারা দেশে আগামী ২ মাস ধরে চলবে উৎসবের মরসুম। উৎসবের মরশুম মানে সকলেরই কিছু না কিছু পরিকল্পনা থাকে। এই বিশেষ সময় দেখা দেয় টিকিটের আকাল, তাই প্রতিবারের মতো এবারও পুজো স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে রেল।
যাত্রী স্বার্থের কথা মাথায় রেখেই পূর্ব রেলের তরফ থেকে উৎসবের মরসুমে চালানো হবে ৪০টি স্পেশাল ট্রেন (Special Train for Puja)। এই ট্রেনগুলোতে থাকবে ৪ লক্ষ বার্থ। আগামী ১ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অর্থাৎ ২ মাস এই ট্রেনগুলি চলবে। তাই টিকিট নিয়ে আর ভোগান্তির সম্মুখীন হতে হবে না যাত্রীদের। উৎসবে যাতে যাত্রীদের কোনরকম সমস্যা না হয় সেই জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল।
এই দুই মাস ধরে স্পেশাল ট্রেনগুলো (Special Train for Puja) চলবে মূলত হাওড়া ও শিয়ালদহ থেকে। পাশাপাশি আরো ট্রেন ছাড়বে কলকাতা স্টেশন, আসানসোল, ভাগলপুর, মালদা টাউন স্টেশন থেকে। দিঘা, পুরী, পাটনা, নিউ জলপাইগুড়ি, লখনউ, ভদোদরা, পুনে, আনন্দ বিহারের মতো একাধিক স্টেশনে যাবে ট্রেনগুলি।
একনজরে দেখে নিন কোন ট্রেনগুলো চলবে এই দুই মাস:
- মালদা টাউন-উধনা-মালদা টাউন
- হাওড়া-খাতিপুরা- হাওড়া
- আসানসোল-খাতিপুরা-আসানসোল
- শিয়ালদহ-গোরক্ষপুর-শিয়ালদহ
- হাওড়া-রক্সাউল-হাওড়া (এই রুটে দুটি ট্রেন চলবে)
- শিয়ালদহ-ভদোদরা-শিয়ালদহ (এই রুটে দুটি ট্রেন চলবে)
- আসানসোল-আনন্দ বিহার-আসানসোল
- মালদা টাউন-আনন্দ বিহার-মালদা টাউন
- মালদা টাউন-দিঘা-মালদা টাউন
- কলকাতা-পুরী-কলকাতা
- শিয়ালদহ-জয়নগর-শিয়ালদহ
- কলকাতা-পাটনা-কলকাতা
- হাওড়া-নিউ জলপাইগুড়ি-হাওড়া
- শিয়ালদহ-লখনউ-শিয়ালদহ
- ভাগলপুর-হরিদ্বার-ভাগলপুর
- মালদা টাউন-সেকেন্দ্রাবাদ-মালদা টাউন
- মালদা টাউন-পুনে-মালদা টাউন
- মালদা টাউন-নয়া দিল্লি-মালদা টাউন
- ভাগলপুর-নয়া দিল্লি-ভাগলপুর
হাওড়া থেকে ৪টি পূজা স্পেশাল ট্রেন চলবে এই বিশেষ দুই মাস (Special Train for Puja)। ট্রেনগুলোর গন্তব্য হলো খাতিপুরা, রক্সাউল, নিউ জলপাইগুড়ি। ৫৪,৮৮৮টি বার্থ থাকবে ওই ট্রেনগুলিতে। শিয়ালদহ থেকে ছাড়বে আরও ৪টি পূজা স্পেশাল ট্রেন, সেগুলি যাবে গোরক্ষপুর, ভদোদরা, জয়নগর ও লখনউ। এই ট্রেনগুলোতে থাকবে মোট ৯৮,৩৭৬টি বার্থ।
কলকাতা স্টেশন থেকে পুরী ও পাটনার উদ্দেশে রওনা হবে দুটি স্পেশাল ট্রেন(Special Train for Puja), তাতে থাকছে ৪৫,৮৪০ টি বার্থ। আসানসোল থেকে খাতিপুরা ও আনন্দ বিহার যাবে দুটি ট্রেন। তাতে থাকবে ৩৯,৪৫৬টি বার্থ। মালদা টাউন থেকে ৬টি ট্রেন ছেড়ে যাবে উধনা, আনন্দ বিহার, দিঘা, সেকেন্দ্রাবাদ, পুনে ও দিল্লি। সেগুলিতে থাকবে ১,০০,০৪২টি বার্থ। হরিদ্বার ও দিল্লির উদ্দেশে দুটি ট্রেন রওনা হবে ভাগলপুর স্টেশন থেকে। সেই দুই ট্রেনে থাকবে ৬০,৪১৬টি বার্থ।
ভারতীয় রেলের পক্ষ থেকে এই বন্দোবস্তের কারণে যাত্রীদের পুজোতে প্ল্যানিং করতে আর কোনরকম অসুবিধা হবে না। যাত্রীদের টিকিট পেতে অসুবিধা যাতে অসুবিধা না হয় তার জন্যই একাধিক ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় রেল।