আমেরিকা নয়, এটা ভারত, এই এক্সপ্রেসওয়ে এখন দেশের গর্ব

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কথায় কথায় শোনা যায়, আহঃ বিদেশের রাস্তাঘাট দেখেছো। আর ভারতের! খালাখন্দে ভরা যানবাহন নিয়ে যাওয়া তো দূরের কথা হাঁটাও মুশকিল। তবে দেশের এমন একটি এক্সপ্রেসওয়ে রয়েছে, যে এক্সপ্রেসওয়েটি এখন দেশের গর্ব। অনেকেই এই এক্সপ্রেসওয়ে দেখে আমেরিকা ভেবে ভুল করতে পারেন।

Advertisements

দেশের গর্ব এই এক্সপ্রেসওয়েটি তৈরি করা হয়েছে ১৪,৮৫০ কোটি টাকা ব্যয়ে। এমন এক্সপ্রেসওয়েটি তৈরি করা হয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি ২৯৬ কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসওয়ে বানিয়েছে। এই এক্সপ্রেসওয়ের ফলে উত্তরপ্রদেশে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে বলেই আশা করা হচ্ছে।

Advertisements

পাশাপাশি আর্থিকভাবে অনেক উন্নতিও হবে বলে আশা করা হচ্ছে এই এক্সপ্রেসওয়ের হাত ধরে। কর্মসংস্থান থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই উন্নতি ডেকে আনবে এই এক্সপ্রেসওয়ে এমনটাই আশা। এই এক্সপ্রেসওয়েটি হলো বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে।

Advertisements

এই এক্সপ্রেসওয়েটি চিত্রকূট জেলার ভারতকূপের কাছে গোন্ডা গ্রামে NH-35 থেকে এটাওয়া জেলার কুদ্রাইল গ্রামের কাছে প্রসারিত। সেখানে এটি আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের সঙ্গে মিলিত হয়েছে। এটি মোট সাতটি জেলার উপর দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা যাচ্ছে। সেই সকল জেলাগুলি হল ভিজ, চিত্রকূট, বান্দা, মাহোবা, হামিরপুর, জালাউন, আউরাইয়া এবং এটাওয়া।

ইতিমধ্যেই এই এক্সপ্রেসওয়ের পাশে বান্দা ও জালাউন জেলায় শিল্প করিডোর তৈরির কাজ শুরু হয়েছে। যে কারণে এই এক্সপ্রেসওয়ের উপর নির্ভর করে রাজ্যে উন্নয়নের একটি ঢেউ বয়ে যাবে বলেও আশা করা হচ্ছে। অন্যদিকে সদ্য সমাপ্ত হওয়া বাজেটে যে ১.৯৯ লক্ষ কোটি টাকা বরাদ্দ করার ঘোষণা করা হয়েছে তাও এযাবৎ সর্বোচ্চ। এর পাশাপাশি গত সাত বছরে ভারতকে যেভাবে জাতীয় সড়কের মাধ্যমে মুড়ে ফেলা হয়েছে তাও উল্লেখযোগ্য।

Advertisements