শর্মিষ্ঠা চ্যাটার্জী : ‘ইন্ডিয়াজ গট ট্যালেন্ট’ নামক নাচের রিয়েলিটি শো টিতে প্রায়শই নানা প্রান্ত থেকে বিস্ময়কর সব প্রতিভা দেখতে পাওয়া যায়। সম্প্রতি এমনই একটি আশ্চর্যজনক প্রতিভা দেখা গিয়েছে ওই মঞ্চে যা দেখার পর বিচারক আসনে থাকা বাদশা, শিল্পা, কিরণ খের প্রত্যেকেই আর বসে থাকতে না পেরে উঠে এসেছেন মঞ্চ পর্যন্ত, হাততালি পড়েছে প্রচুর।
যে তাঁর নাচ দিয়ে এভাবে সবার মন জয় করেছেন তিনি হলেন পূর্ব বর্ধমানের পাঁচড়া গ্রামের মেয়ে সাথি দে। বাংলার এই মেয়ের নাচের বিশেষত্ব ছিল চুলের সাথে হারনেস লাগিয়ে এরিয়াল অ্যাক্ট। চুলের সাহায্যে বাতাসে ঝুলে থেকে নাচ করাকে এরিয়াল অ্যাক্ট বলা হয়ে থাকে। যা সাথি অত্যন্ত দক্ষতার সাথে করে দেখিয়েছে। সাথির নাচের গুরু সম্রাট মণ্ডল ওই দিন মঞ্চে হাজির ছিলেন।
এমন দুর্দান্ত নাচ ছিল সাথির ‘বাহুবলী’ র গানের সাথে যা শেষ হওয়ার পর বিচারক আসন থেকে উঠে শিল্পা সোজা মঞ্চে চলে যান। যেখানে গিয়ে তিনি সাথির প্রশংসায় পঞ্চমুখ হয়ে গিয়েছেন। তিনজন বিচারকের কাছে সম্মতি পেয়ে খুব খুশি সাথি।
ইতিমধ্যেই সাথির নাচের দক্ষতায় মুগ্ধ হয়ে শিল্পা শেঠি তাঁকে নাম ও দিয়ে ফেললেন, ‘বাল শালি।’ অপরদিকে তাঁর নাচের সাথে সাথে মুখের অভিব্যক্তির প্রশংসা করলেন বিচারক আসনে থাকা কিরণ খের। অপর বিচারক বাদশাও সাথির প্রচুর প্রশংসা করেছেন ওই মঞ্চে।
এই ভিডিওটি ভাইরাল হতেই ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে ভিডিওটি। যা দেখে দর্শকদের উচ্ছাস আর ধরেনা। খোদ বাংলার মেয়ের এমন দক্ষতা! অনেকেই চাই মনে মনে চাইছেন ইন্ডিয়াজ গট ট্যালেন্টের ট্রফি এবার বাংলার মেয়ে জিতে আনুক।