নিজস্ব প্রতিবেদন : বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে পাথর বােঝাই লরির মুখোমুখি সংঘর্ষে আহত হল কমকরে ২৫ জন। ঘটনাটি ঘটেছে বীরভূমের মহঃবাজারের বাসন্তিকা কলেজের কাছে জাতীয় সড়কে। দুর্ঘটনায় আহত যাত্রীদের প্রথমে মল্লারপুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের সেখান থেকে রামপুরহাট মেডিকেল কলেজের স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী সিউড়ি থেকে রামপুরহাট যাচ্ছিল। অন্যদিকে পাথর বোঝাই লরিটি রামপুরহাট এর দিক থেকে মহঃবাজার হয়ে মেদিনীপুর যাচ্ছিল। সেসময় এই দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ বাঁধে।
বাস যাত্রীদের বক্তব্য, বাসটি সিউড়ি থেকে রামপুরহাট যাওয়ার মাঝে সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি তার নিজের রাস্তা দিয়ে যাচ্ছিল। কিন্তু ওই লরিটি অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাসটিকে ধাক্কা মারে। বাসের বেশিরভাগ যাত্রীরা আহত হয়।