লকডাউন উঠলে গ্রিন জোনগুলিতে বিশেষ নিয়মে চলবে সরকারি বাস ও ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা অনুযায়ী আগামী ৩ মে পর্যন্ত ভারতে চলবে লকডাউন। আর এই লকডাউন উঠে যাওয়ার পর বিশেষ নিয়ম মেনে পশ্চিমবঙ্গের গ্রিন জোনগুলিতে চলবে সরকারি বাস। বাস চলবে কেবলমাত্র গ্রিন জোন এলাকার মধ্যেই। এমনটাই বুধবার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে বুধবার বিকাল বেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক করেন। যে বৈঠকে তিনি জানান, ৩ মে প্রথম ধাপের লকডাউন উঠে গেলে গ্রিন জোন এলাকাগুলিতে চলবে সরকারি বাস। আগামী সােমবার থেকে রাজ্যের গ্রিন জোনে শুরু হচ্ছে আন্তঃজেলা বাস পরিষেবা। তবে বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না। স্যানিটাইজ করে তারপর যাত্রী তােলা হবে। যদি দেখা যায় নিয়ম ভাঙা হচ্ছে তাহলে আবার এই নির্দেশিকা তুলে নেওয়া হবে। এই বাসগুলি জেলার বাইরে যেতে পারবে না। তবে কনটেইনমেন্ট জোনে এখন পুরােপুরি লকডাউন চলবে।

পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, গ্রিন জোন কোনো কারণবশত অরেঞ্জ জোনে পরিণত হয়ে গেলে আবার এই সকল নির্দেশিকা ফিরিয়ে নেওয়া হবে। তখন আবার লকডাউনের ক্ষেত্রে জারি হবে কড়াকড়ি।

বিশেষ নিয়ম অনুসারে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানিয়েছেন, গ্রিন জোন এলাকায় সরকারি বাস চালু হলেও বাসে ২০ জনেরও বেশি যাত্রী বহন করা যাবে না। একটি সরকারি বাসে মোট ৬০টি আসন থাকে। সে ক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনজনের সিটে বসবেন মাত্র একজন। প্রথম সিটে একজন জানলার ধারে বসে থাকলে পরের সিটে দ্বিতীয়জন বসবেন বাইরের দিকে অর্থাৎ কোনাকুনিভাবে।

এছাড়াও তিনি জানান গ্রিন জোন এলাকায় নামতে পারে ট্যাক্সি। ট্যাক্সিতেও তিন জনের বেশি ওঠা যাবে না। ট্যাক্স এর ক্ষেত্রে সামনে একজন ও পিছনে একজন, এই নিয়মে চলতে হবে। প্রতিদিন বাস হোক অথবা ট্যাক্সি স্যানিটাইজ করতে হবে। চালক থেকে যাত্রী সকলকেই স্বাস্থ্যবিধি মেনে পড়তে হবে মাস্ক।