বেসরকারি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ২

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বাস ও লরির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলো বীরভূমে। বৃহস্পতিবার দুপুর বেলায় এই ঘটনাটি ঘটেছে মল্লারপুর থানার অন্তর্গত রানীগঞ্জ মোড়গ্রাম ১৪ নং জাতীয় সড়কে। এদিনের এই দুর্ঘটনায় বাসের দু’জন যাত্রী প্রাণ হারিয়েছেন, আহতের সংখ্যা কমকরে ৬।

Advertisements

বৃহস্পতিবার দুপুর ১২টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে বীরভূমের মল্লারপুরের অম্বা মোড়ের কাছে। দুর্ঘটনার সময় যাত্রীবাহী একটি বেসরকারি বাস সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যাচ্ছিল। ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই লরি। এমন সময় এই দুই যানের সঙ্গে সংঘর্ষ বাঁধে। সজোরে এই সংঘর্ষের কারণে বাসের এক দিকের অংশ সম্পূর্ণভাবে ভেঙে চুরমার হয়ে যায়।

Advertisements

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বাসের দু’জন যাত্রীর মৃত্যু হয়। বাকি ৬ জনের মতো যাত্রীকে আহত অবস্থায় রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। বাস ও লরির এই দুর্ঘটনার কারণে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এবং বেশ কিছুক্ষণ ধরে যানজট লক্ষ্য করা যায়। তবে দুর্ঘটনার পর এই মল্লারপুর থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় প্রত্যেক যাত্রীকে দ্রুত উদ্ধার করা সম্ভব হয় এবং তাদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়।

Advertisements

প্রত্যক্ষদর্শী মহাময় সাহু জানিয়েছেন, “যাত্রী বোঝাই এই বেসরকারি বাসটি রামপুরহাটের দিকে যাচ্ছিল এবং উল্টো দিক থেকে আসছিল একটি পাথর বোঝাই লরি। সেই সময় পাথরবোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাস এর পিছন দিকে ধাক্কা মারে। এরপরেই বাসের পেছনের অংশ ভেঙে চুরমার হয়ে যায়। আমরা ছুটে এসে যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করি। তবে উদ্ধারকার্য চালাতে চালাতেই লক্ষ্য করা যায় দুজন ঘটনাস্থলে মারা গিয়েছেন। বাকিদের রামপুরহাট গভরমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।”

বীরভূমের একাংশের উপর দিয়ে যাওয়া জাতীয় সড়কের উপর প্রায়শই দুর্ঘটনার ঘটনা লক্ষ্য করা যায়। এই সকল দুর্ঘটনায় বহু মানুষের প্রাণহানিও নজরে। এদিন সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল। আর এই দুর্ঘটনায় প্রাণ হারাল তরতাজা দুটি প্রাণ।

Advertisements