কখনো বাস, কখনো ট্রেন, প্রয়োজনমতো বদল, অভিনব এই যান মাতাচ্ছে বিশ্ব

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : অদ্ভুত এক যান এখন বিশ্ব মাতাচ্ছে। এই যান বিশ্ব মাতানোর কারণ হলো, এটি বাসের মতো হলেও প্রয়োজনমতো রাস্তায় দৌড়ানোর পাশাপাশি অনায়াসে দৌড়াতে পারে রেললাইনে। প্রয়োজন মতো নিজেকে বদলে নেওয়া এই বাসের ভিডিও এখন ভাইরাল বিশ্বজুড়ে। বিশ্বজুড়ে এই বাসের ভিডিও ভাইরাল হওয়ায় তার চাক্ষুষ করার সুযোগ মিললেও কেবলমাত্র একটি দেশের মানুষরা ছাড়া আপাতত অন্য কেউ এই বাসে চড়ার সুযোগ পাচ্ছেন না।

Advertisements

বিস্ময়কর এই যানটি একেবারে বাসের মাপেই। এর ভিতর ২১ জন যাত্রী বসতে পারেন। যে যে এলাকা থেকে যাত্রীদের ওঠার কথা সেই সকল এলাকায় এই বাসটি পৌঁছে তাদের বাসে তুলে সোজা পৌঁছে যাচ্ছে রেললাইনে। তারপর সেই বাস রেল লাইন ধরে সোজা দৌড়। এই ধরনের যানবাহন ভবিষ্যতে পরিবহনের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা একাংশ।

Advertisements

বিস্ময়কর এই যানটির আবিষ্কার হয়েছে জাপানে। এর নাম দেওয়া হয়েছে DVM বা Dual-Mode Vehicle। আপাতত ওই দেশে কাইয়ো শহরে শুরু হয়েছে এই বিস্ময়কর যানের পরিবহন ব্যবস্থা। এই শহরে জনসংখ্যা খুবই কম থাকার কারণে এযাবত পরিবহন ব্যবস্থাই তেমন যানবাহন ছিল না বলেই জানা যাচ্ছে। তবে সম্প্রতি মিনি বাসের মতো এই Dual-Mode Vehicle টি মানুষের সমস্যা সমাধানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদী স্থানীয়রা।

Advertisements

Dual-Mode Vehicle টি রেল লাইন ধরে ঘন্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ছুটতে পারে। তবে মজার বিষয় হলো রেললাইনের থেকেও রাস্তায় এই যানের গতিবেগ অনেকটাই বেশি। রাস্তায় এটি ছুটতে পারে ঘণ্টায় ১০০ কিলোমিটার গতিবেগে। এই গাড়িটি ডিজেল চালিত এবং ভাড়া সাধ্যের মধ্যে বলেও জানা যাচ্ছে।

এই গাড়ি নির্মাণকারী সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রেললাইন এবং রাস্তায় চলার জন্য এই গাড়ির মধ্যে রয়েছে দুই ধরনের চাকা। রাস্তায় চলার জন্য টায়ার এবং রেললাইনে চলার জন্য ট্রেনের মত চাকা লাগানো হয়েছে এই গাড়িতে। প্রয়োজনমতো দুই ধরনের এই চাকা বেরিয়ে আসে অথবা ভিতরে ঢুকে যায়। খুব সহজেই রাস্তা থেকে রেল লাইন এবং রেললাইন থেকে রাস্তায় আসতে সক্ষম এই গাড়িটি। এছাড়াও রেললাইন ধরে এই গাড়িটি ছোটার কারণে ডিজেল খরচ অনেকটাই কমে।

Advertisements