ডিজিটাল লেনদেনে নয়া পদক্ষেপ, জরিমানা এড়াতে সময়সীমা বেঁধে দিলো কেন্দ্র

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ডিজিটাল ইন্ডিয়ার একটা কথা নিশ্চয়ই সবাই শুনেছেন – ‘গো ক্যাশলেস’। এবার এই অর্থনৈতিক পদ্ধতির ভীতকে আরও মজবুত করার জন্য এবার নতুন পদক্ষেপ ঘোষণা করলো কেন্দ্র সরকার যা লাগু হতে চলেছে ২০২০ সালের ফেব্রুয়ারি মাস থেকেই।

Advertisements

Advertisements

এই নতুন নিয়ম অনুসারে যেসব ব্যবসায়ীদের বার্ষিক ব্যবসার লেনদেন ন্যুনতম ৫০ কোটি তারা গ্রাহকদের ডিজিটাল পেমেন্ট করার সুবিধা দেবে গ্রাহকদের। আর যদি তা দিতে না পারে তবে প্রতিদিন ৫০০০ টাকা পর্যন্ত মাসুল দিতে হবে। RuPay ও UPI-র মাধ্যমে এই ডিজিটাল লেনদেন করা যাবে কিন্তু থাকবে না Merchant Discount Rate (MDR)। কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারমনের মতে এইরকম লেনদেনের ক্ষেত্রে BHIM UPI, UPI-QR Code, আধার পে ও নির্দিষ্ট কিছু ডেবিট কার্ড ব্যবহার করা যেতে পারে।

Advertisements

সম্প্রতি Central Board of Direct Taxes (CBDT) একটি নির্দেশিকা জারি করেছে যাতে বলা হয়েছে, ব্যবসায়ীদের এই পরিষেবা ২০২০ সালের ৩১ শে জানুয়ারির মধ্যে চালু করতেই হবে। ফিন্যান্স অ্যাক্ট 271DB অনুযায়ী যেসব ব্যবসায়ীরা ২০২০ সালের ৩১সে জানুয়ারির আগেই এই পরিষেবা চালু করবেন তাদের ক্ষেত্রে কোনো জরিমানা বা ফাইন ভরার দরকার পরবে না।

মোটের উপর বড় বড় ব্যবসায়ীদের এবার থেকে নিজে থেকেই ডিজিট্যাল পেমেন্টের অপশন রাখতে গ্রাহকদের পেমেন্টের ক্ষেত্রে ও পাশাপাশি নিজেদেরকেও ডিজিট্যাল পেমেন্টের দিকে ঝুঁকতে হবে।

Advertisements