দোকান খুলে অবাক ব্যবসায়ী, পিছনের দেওয়ালে ইয়া বড় ফুটো, লুট সর্বস্ব

নিজস্ব প্রতিবেদন : দুঃসাহসিক চুরির ঘটনায় হতচকিত হয়ে পড়ল বীরভূমের কীর্নাহার থানার অন্তর্গত এলাকার বাসিন্দারা। মুর্শিদাবাদ লাগোয়া বীরভূমের মোড়গ্রাম চটি বাজারে এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোর রাতে। যদিও পুলিশের তরফ দাবি করা হচ্ছে মাতালদের উপদ্রব। এই ঘটনায় কারা যুক্ত রয়েছেন তার খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে কীর্ণাহার থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, এমন দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর রাতে। চোরের দল স্থানীয় বাজারের একটি স্টেশনারি দোকান এবং একটি সিএসপি সেন্টারের দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে। তারপর তারা ওই স্টেশনারি দোকান এবং সিএসপি সেন্টার থেকে নগদ টাকা সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দেয়।

মঙ্গলবার সকালবেলা চটি বাজারের ব্যবসায়ীরা তাদের দোকান খোলার জন্য বাজারে এসে প্রথমে স্টেশনারি দোকানের চুরির ঘটনা দেখতে পান। এরপরই নজর যায় সিএসপি কাউন্টারের দিকে। দেখা যায় দুটি দোকানের পিছন দিকে দেওয়াল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করে এমন চুরির ঘটনা ঘটিয়েছেন। দেওয়াল কেটে এইভাবে ছুরির ঘটনা রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

যে স্টেশনারি দোকানে চুরির ঘটনা ঘটেছে সেই দোকানের মালিক নাসির মল্লিক জানিয়েছেন, “সকাল বেলায় দোকান খুলে দেখতে পাই জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তখনই বুঝতে পারি চুরির ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে পিছন দিকে গিয়ে দেখতে পাই দেওয়াল কেটে চোর দোকানের ভিতর ঢুকে ছিল।”

স্থানীয় বাসিন্দা মহঃ জাহিরউদ্দিন মল্লিক জানিয়েছেন, “যেভাবে দেওয়াল কাটা হয়েছে তা দেখে স্পষ্ট দীর্ঘ সময় ধরে দেওয়াল কাটার কাজ করা হয়েছে। এইভাবে চুরির ঘটনায় প্রশাসনের গাফিলতি রয়েছে বলেই মনে করা হচ্ছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে অনিশ্চয়তায় ভুগছেন। যদিও এই চুরির ঘটনায় ঠিক কত টাকার জিনিসপত্র বা নগদ কত টাকা চুরি গিয়েছে এখনো জানা যায়নি।”