Discount On AC: বর্তমানে আবহাওয়া যেদিকে এগোচ্ছে তাতে গরম পড়ার আগে অবশ্যই লাগবে এয়ারকন্ডিশন। অসহ্য গরম সহ্য করা আর সম্ভব হচ্ছে না মানুষের পক্ষে। কিন্তু কোন সময়ে এসি কিনলে সস্তায় পাওয়া যাবে জানেন কি তা? গরমে যাতে আর অসহ্য গরম সহ্য করতে না হয় তার জন্য অনেকেই পরিকল্পনা করেছেন এসি কেনার। আজকের এই প্রতিবেদনটি তাদের জন্য উপযুক্ত যারা সস্তায় এসির খোঁজ করছেন। কোন সময় কিনলে সস্তায় মিলবে এসি তা জানতে পারবেন এই প্রতিবেদনে।
বাজারে ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে এসির বিক্রি। যদি ভেবে থাকেন স্প্লিট এসি কিনবেন, তাহলে ভালো অফার চলছে ই-কমার্স সাইটে (Discount On AC)। অফ-সিজন সেল উপলক্ষে ফ্লিপকার্ট-এ ৫৫% ছাড়ে পাওয়া যাচ্ছে বাতানুকূল যন্ত্রের ক্ষেত্রে। দেরি না করে কাজে লাগিয়ে ফেলুন এই সুযোগটি। সস্তায় নামিদামি ব্র্যান্ডের এসি পেয়ে যাবেন flipkart এ। এছাড়া শীর্ষ ব্র্যান্ডের ১.৫ টনের স্প্লিট এসির উপর ছাড় দেওয়া হচ্ছে।
পাশাপাশি মার্কেটের বিভিন্ন নামিদামি ব্র্যান্ড যেমন স্যামসাং, ব্লু স্টার, ডাইকিন, ভোল্টাস, এলজি, ক্যারিয়ার এবং ও-জেনারেলের মতো জনপ্রিয় ব্র্যান্ডের প্রিমিয়াম স্প্লিট এসির উপর ৫৫ শতাংশ পর্যন্ত সাশ্রয় (Discount On AC) পাবেন গ্রাহকেরা। শুধু যে ছাড় পাবেন তা না আরও টাকা বাঁচানোর জন্য এক্সচেঞ্জ এবং ব্যাংক অফারও প্রদান করা হচ্ছে। চলুন একনজরে দেখে নিই ফ্লিপকার্টে উপলব্ধ কিছু সেরা ডিল সম্পর্কে।
ও-জেনারেল ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসির বর্তমান দাম এখন ৪৯,৯৯০ টাকা। আসল দাম ১,১১,১৮০ টাকা। ছাড় পাবেন (Discount On AC) প্রায় ৫৫ শতাংশ। অর্থাৎ চূড়ান্ত দাম হচ্ছে ৪৯,৯৯০ টাকা।
এলজি সুপার কনভার্টেবল ৫-ইন-১ কুলিং ১.৫ টন স্প্লিট এসি। বর্তমান দাম হলো ৪৫,৭৯০ টাকা। কিন্তু আসল দাম ৮৯,৯৯০ টাকা। ছাড় ৪৯ শতাংশ। চূড়ান্ত দাম ৪৫,৭৯০ টাকা। এই এসিতে পেয়ে যাবেন হট অ্যান্ড কোল্ড মোড এবং অ্যান্টি-ভাইরাস সুরক্ষা-সহ এইচডি ফিল্টার রয়েছে।
আরও পড়ুন: ওভারব্রিজের তলায় পড়ে আছে প্রচুর জায়গা, সেখানেই স্পোর্টস হাব বানাতে চায় সরকার
ব্লু স্টার ১.৫ টন ৩-স্টার স্প্লিট ইনভার্টার এসি (২০২৪ মডেল)। বর্তমান দাম ৩৬,৯৯০ টাকা। যার আসল দাম হলো ৬৪,২৫০ টাকা। ছাড় পাবেন ৪২ শতাংশ(Discount On AC) । চূড়ান্ত দাম ৩৬,৯৯০ টাকা। এক্সচেঞ্জ অফার ৫,১০০ টাকা ছাড়।
ডাইকিন ১.৫ টন ৫-স্টার স্প্লিট ইনভার্টার এসিতে (২০২৩ মডেল) পেয়ে যাবেন ৩২ শতাংশ ছাড় (Discount On AC) । বর্তমান দাম ৪৫,৪৯০ টাকা। আসল দাম ৬৭,২০০ টাকা। এক্সচেঞ্জ অফার: অতিরিক্ত ৫,১০০ টাকা ছাড়।
ভোল্টাস ১.৫ টন ৩-স্টার স্প্লিট এসি। যার বর্তমান দাম হল ৩৩,৯৯০ টাকা। আসল দাম ৬২,৯৯০ টাকা। ছাড় পাওয়া ৪৬ শতাংশ। চূড়ান্ত দাম ৩৩,৯৯০ টাকা। ব্যাংক অফারে ফ্লিপকার্ট অ্যাক্সিস ব্যাংক ক্রেডিট কার্ডে ৫ শতাংশ ক্যাশব্যাক।