Low Cost Car: গাড়ি কিনতে কে না পছন্দ করে। সবারই কমবেশি স্বপ্ন থাকে গাড়ি কেনা। তবে স্বপ্ন দেখা এবং বাস্তবে তা পূরণ করার মধ্যে যথেষ্ট পার্থক্য রয়েছে। জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে সংসার চালানোর কষ্ট হয়ে উঠছে মধ্যবিত্তের। তার উপর গাড়ি কেনাটা সত্যিই কল্পনার অতীত হয়ে দাঁড়াচ্ছে বহু মানুষের। লাখ লাখ টাকা খরচ করে গাড়ি কেনা অথবা মাসে মাসে হাজার হাজার টাকা ইএমআই গোনাও এখন উচ্চ মধ্যবিত্তদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। তবে যদি লাখ লাখ টাকার গাড়ি মাত্র কয়েক হাজার টাকায় পাওয়া যায় তবে কেমন হবে বলুন তো? কিন্তু কোথায় পাবেন এই কম বাজেটের গাড়ি (Low Cost Car)?
না একদমই মিথ্যে না। একটি অল্টো গাড়ির ন্যূনতম দাম ৪ লাখ থেকে শুরু হয়। সেই গাড়ি মাত্র ২৪ হাজার পাওয়া যাবে। কয়েক লক্ষ টাকার ট্রাক পাওয়া যাবে মাত্র ৩৫ হাজার টাকায়। ৮০ হাজার থেকে শুরু করে ১ লাখ টাকার বাইক পাওয়া যাবে মাত্র ১,৫০০ থেকে ২,০০০ এ। গল্প মনে হচ্ছে? না কোনো গল্প নয় একেবারে সত্যিকারের ঘটনা। আর এত কম দামের সাধ্যের মধ্যে গাড়ি (Low Cost Car) কিনতে হলে অবশ্যই যেতে হবে গোপালগঞ্জে।
আপনাদের মনে হতেই পারে যে হয়তো গোপালগঞ্জে কোন লোহালক্করের কারবার আছে। সেখানে হয়তো পুরনো ভাঙাচোরা গাড়িগুলি এত স্বল্প মূল্যে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এ কোনো লোহালক্করের কারবার নয়। আবার কোন বড় শোরুম বা গাড়ির ডিলার এই গাড়িগুলি বিক্রি করছে না। তবে কীভাবে পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে এত কম টাকায় এত দামি দামি গাড়ি? এই অসাধ্য সাধন সম্ভব হচ্ছে আফগারি দপ্তরের মাধ্যমে। আসলে যে সমস্ত গাড়ি আবগারি দপ্তর বাজেয়াপ্ত করে নেয়, এবার সেই গাড়িগুলোকেই ২৮ শে ডিসেম্বর নিলামে এত কম দামে ছাড়তে চলেছে গোপালগঞ্জে।
আরও পড়ুন:
Honda Elevate BEV: পরিবেশবান্ধব প্রযুক্তির পথে Honda-র সাহসী পদক্ষেপ
২৮ শে ডিসেম্বর আবগারি বিভাগ কালেক্টরেটের কৌশল বিকাশ কেন্দ্রে এক গাড়ি নিলামের আয়োজন করেছে যেখানে যে কেউই গাড়ি কেনার জন্য অংশগ্রহণ করতে পারে। কী কী গাড়ি নিলামে উঠবে? মোট ১৬৪ রকমের গাড়ি রয়েছে এই নিলামে। যার মধ্যে বাইক থেকে শুরু করে বুলেরো, ট্রাক, বড় বড় বাস, পিক আপ গাড়ির সমস্ত রয়েছে। তবে অংশগ্রহণ করতে গেলে আগে থেকে আবেদন পত্র পূরণ করে জমা দিতে হবে। আর এই আবেদনপত্র জমার শেষ তারিখ ২৫শে ডিসেম্বর
মদ নিষেধাজ্ঞা বা আবগারি বিভাগের সুপারিটেন্ডেন্ট অমৃতেশ কুমার ঘোষণা করেছেন যে যে সমস্ত ক্রেতারা এই আবগারির ডক্টরের নিলামে ওঠা গাড়িগুলি (Low Cost Car) কিনতে ইচ্ছুক তাদের ২০ শতাংশ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে প্রথমে আবগারি বিভাগে জমা করতে হবে। তবে এই ২০-২৫ হাজারের লাক্সারি গাড়ি নেওয়ার জন্য মানুষের ভিড় উপচে পড়বে বলেই আশা করা যাচ্ছে।