Reliance Jio: জিওর দৌলতে ঘরে বসেই সোনা কিনুন মাত্র ১০ টাকায়, সুযোগ হাতছাড়া করবেন না

Prosun Kanti Das

Published on:

Advertisements

Reliance Jio: কিছুদিন আগেই দেশ জুড়ে পালিত হয়েছে ধনতেরাস উৎসব। এছাড়াও উৎসবের মরশুমে দেশের বিভিন্ন সোনার দোকানগুলোতে গয়নার ওপরে ছাড় দেওয়া হয়ে থাকে। উৎসবের সময় সকলেই কমবেশি গয়না কিনে থাকে। ধনতেরাসের বিশেষ দিনে সোনা কেনা মানেই মা লক্ষ্মী এবং কুবের দেবতাকে সন্তুষ্ট করা। বলাই যেতে পারে ধনতেরাসের দিন সবাই কম বেশি সোনা রূপো কিনেই থাকেন।

Advertisements

বহু মানুষ আবার বিশ্বাসের খাতিরে ঝাঁটাও কিনে থাকেন। সোনার দাম বর্তমানে আকাশছোঁয়া, সাধারণ মানুষের ধরা ছোয়ার বাইরে চলে গেছে সোনার মূল্য। তবে মুকেশ আম্বানি সাধারণ মানুষের কথা চিন্তা করে এমন একটি স্কিম নিয়ে এসেছে যার সোনা কেনার ইচ্ছাকে বাড়িয়ে দেবে নিশ্চয়ই। সাধারণ মানুষ একেবারে বাড়িতে বসেই পেয়ে যাবেন Jio ফাইন্যান্সের সোনা (Reliance Jio)। মাত্র ১০ টাকার পরিবর্তে পেয়ে যাবেন ডিজিটাল সোনা। চাইলে ধনতেরাসের দিন কিংবা অন্যান্য যেকোন শুভদিনে ডিজিটাল সোনার মালিক হতে পারে সাধারণ মানুষ।

Advertisements

আরো পড়ুন: ৩৭ লক্ষ কর্মচারীর হাতে স্বয়ং মুকেশ আম্বানির তরফ থেকে পূজো বোনাস

জিও ফাইন্যান্সের (Reliance Jio) পক্ষ থেকে চালু করা এই স্মার্ট গোল্ড স্কিম শুধুমাত্র সাধারণ মানুষের কথা চিন্তা করেই করা হয়েছে। অনেক বেশি টাকা বিনিয়োগ করতে হবে না মাত্র ১০ টাকা বিনিয়োগ করেই সোনার মালিক হওয়া যাবে। এই স্কিমের সূচনা হয়েছে ধনতেরাসের মতো শুভদিনে। সাধারণ মানুষ যাতে সোনা কিনতে পারেন সেই কথা মাথায় রেখেই কিন্তু এই ব্যবস্থা নিয়েছে আম্বানি।

Advertisements

আরো পড়ুন: বিশেষ ব্যাঙ্কের কার্ডে আকর্ষণীয় ছাড়, বড় সাশ্রয়ের সুযোগ থাকছে কেনাকাটায়

সাধারণ মানুষও বিনিয়োগ করতে পারবেন সোনায়। স্মার্ট গোল্ড স্কিমে আর একটা বড়ো সুবিধা হল, প্রয়োজন হলে ডিজিটাল গোল্ডে করা বিনিয়োগ নগদ অর্থে পরিবর্তন করা যাবে। খুব সহজেই এই বিনিয়োগ থেকে পর্যাপ্ত স্মার্ট গোল্ড নগদ, গয়নায়, অথবা কয়েনে পরিবর্তন করা যাবে। এই স্কিমে সবথেকে বড় সুবিধা হল ধনী থেকে দরিদ্র সকলেই এখানে বিনিয়োগ করতে পারবে।

সোনা শুধুমাত্র কিনলেই হল না তাকে যত্ন সহকারে রেখে দিতে হয়। কারণ এই অমূল্য সম্পদ যখন তখন চুরি হয়ে যেতে পারে কিংবা হারিয়ে যেতে পারে। কিন্তু এই ডিজিটাল সোনা কোনোভাবেই হারিয়ে যাবে না আবার চুরিও হবে না। লাগবেনা কোনো লকারের ব্যবস্থা, দিতে হবে না কোনোরকম চার্জ। ভার্চুয়াল গোল্ড সবদিক থেকেই সুরক্ষিত। ঘরে বসে নিশ্চিন্তে সোনা ক্রয় করতে পারবেন। এর জন্য কষ্ট করে বাজারে যেতে হবে না। সোনার বাজার মূল্য দেখে ঘরে বসে তা বিক্রিও করা যাবে। গ্রাহক চাইলে সরাসরি জিও ফাইন্যান্স অ্যাপ থেকে সোনার কয়েন কম খাটুনিতে ঘরে বসেই কিনতে পারবেন। হোম ডেলিভারিও হয়ে যাবে খুব সহজেই। হিন্দুশাস্ত্রে মনে করা হয় ধনতেরাস একটি শুভ দিন, এই দিন সোনা কিনলে তা সুখ- সমৃদ্ধি আরও বৃদ্ধি করে। তাই এইদিন যদি সোনা কেনার প্ল্যান থাকে তাহলে জিও ফাইন্যান্সে একবার বিনিয়োগ করে দেখতেই পারেন। প্রথমে Jio Finance অ্যাপে (Reliance Jio) বিনিয়োগের সমস্ত তথ্য বিস্তারিতভাবে দেখে নিন। তারপরে ঘরে বসে কিনে ফেলুন ডিজিটাল সোনা।

Advertisements