Buy in a little price Instant water heater to heat water in seconds: প্রতিবছরের মতো এ বছরেও দরজায় কড়া নেড়েছে শীত। ইতিমধ্যেই শহরাঞ্চলের দিকে না হলেও গ্রামের দিকে পড়েছে হিমেল ছোঁয়া। সকালে ঘন কুয়াশার চাদরে ঢাকতে দেখা যাচ্ছে গ্রামের পথ-ঘাট। যা এক অন্য অনুভূতি। তবে অপরদিকে এই ঠান্ডা ভয় ধরাচ্ছে বহু শীতকাতুরে মানুষদের। কারণ শীতকাল মানেই হার কাঁপুনি ঠান্ডা। জলে হাত দিলেই গা শিউরে ওঠে। ফলে অনেকেই শীতকালে স্নান করা ভুলে যায়। এমনকি জলে হাত দিতেই ভয় পায়। তবে এর জন্য ধনী ব্যক্তিরা বাড়িতে গিজার বসিয়ে জলের নানা কাজকর্ম সারেন। কিন্তু মধ্যবিত্তদের কি হবে? তাদের তো গিজার কেনার অত টাকা নেই। তবে তার মুশকিল আসান জানানো হয়েছে আজকে এই প্রতিবেদনে। তাদের জন্য বাজারে এসেছে পকেট ফ্রেন্ডলি গিজার (Instant water heater)। কোথায় পাওয়া যাচ্ছে? গিজারের দামই বা কত? জানুন এই প্রতিবেদনে এবং সেকেন্ডের মধ্যে জল গরম করতে কিনে নিন এই গিজার।
কনকনে ঠান্ডায় ঠান্ডা জলের হাত থেকে বাঁচার জন্য অনেকেই গিজার কেনেন। যার দাম মধ্যবিত্তদের কাছে অনেকটাই বেশি। ফলে মধ্যবিত্তরা এই দামী গেজেট কিনতে না পেরে গ্যাসে বা উনানে গরম জল করে তাদের জলের কাজ মেটান। কিন্তু তাতে অনেকটাই সময় ব্যয় হয়। পাশাপাশি গ্যাসের খরচও বৃদ্ধি হয়। তাই সেই মধ্যবিত্তদের কথা ভেবেই বাজারে আনা হয়েছে এক সস্তার গিজার। যা পাওয়া যাবে ১০০০ টাকায়। আসুন সেই গিজারটির খুটিনাটি জেনে নেওয়া যাক।
দীর্ঘ সময় ব্যয় করে গ্যাস বা উনানে আর জল গরম করতে হবে না। বাড়িতে আনুন ১০০০ টাকার এই পকেট ফ্রেন্ডলি গিজার। উল্লেখ্য এমনি গিজারের সবথেকে কম দাম হল ৫০০০ টাকা। তবে এই গিজার ৫ হাজার নয়, পেয়ে যাবেন ১০০০ টাকার বিনিময়ে। এই গিজারের নাম Fortay ১০০L ইনস্ট্যান্ট ওয়াটার হিটার (Instant water heater)। যা ১০০ লিটার জল ধারণ ক্ষমতা সহ ইলেকট্রিক হিটার। যা কিনলে ২০% পার্সেন্ট ছাড় পাওয়া যাবে। কোথায় অ্যাভেলেবেল এই ইনস্ট্যান্ট ওয়াটার হিটার? কতই বা দাম?
Fortay ১০০L ইনস্ট্যান্ট ওয়াটার গিজার পাওয়া যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম flipkart-এ। ১,৫৯৯ টাকার বিনিময়ে বাড়িতে এসে যাবে এই সস্তার গিজার। ফ্লিপকার্টে এই গিজারটি কিনতে ছাড় পাওয়া যাচ্ছে ৭৩%। অর্থাৎ এই অনলাইন প্লাটফর্মে গিজারটির পুরো দাম রয়েছে ৫,৯৯৯ টাকা। যা ডিসকাউন্টে মিলছে ১,৫৯৯ টাকায়। অপরদিকে অ্যামাজনে অ্যাভেলেবেল রয়েছে NEXOMS ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। যার দামে ২৯ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই গরম জলের মেশিনটির দাম অ্যামাজনে রয়েছে ৩,৭৯৯ টাকা। কিন্তু ছাড় দিয়ে ক্রেতাদের ২,৬৯৯ টাকায় দিচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম amazon। গিজারটির বৈশিষ্ট্য কি রয়েছে?
এই পকেট ফ্রেন্ডলি গিজারটির (Instant water heater) জল ধারণ ক্ষমতা রয়েছে ১০০ লিটার। পাশাপাশি রয়েছে এলইডি ডিজিটাল ডিসপ্লে। বডিটি রয়েছে পুরো পিতলের তৈরি এবং ফাস্ট ইলেকট্রিক ফসফেট রয়েছে। এই গিজারটি দেখতে হুবহু ওয়াটার ট্যাপের মতো। প্রথমে দেখলেই ভাববেন এটি একটি কল, যা রান্নাঘর, বাথরুম যে কোনো জায়গাতে লাগালেই কয়েক সেকেন্ডে জল গরম হয়ে কল দিয়ে জল পড়বে।