Kolkata Metro: লাইনে দাঁড়িয়ে অপেক্ষার দিন শেষ, অ্যাপের মাধ্যমে টিকিট কাটার সুযোগ দিচ্ছে কলকাতা মেট্রো। কলকাতা মেট্রো (Kolkata Metro) শুরুর দিন থেকে আজ অব্দি জনপ্রিয়তার শিখরে রয়েছে। একের পর এক নতুন উদ্যোগ সাধারণের কাছে আরো বেশি জনপ্রিয় করে তুলছে কলকাতা মেট্রো রেল পরিষেবাকে। একদিকে যেমন প্রশংসা করা হচ্ছে, অন্যদিকে বেশ কিছু অসুবিধারও সম্মুখিন হতে হচ্ছে যাত্রীদের তার মধ্যে অন্যতম হলো টিকিট কাটা। এই নিয়ে অবশ্য সমস্যা শুধু কলকাতা মেট্রোতে নয়, প্রায় প্রত্যেকটি ক্ষেত্রেই দেখা দেয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়েন যাত্রীরা। এবার সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী কলকাতা মেট্রো।
এখন থেকে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফ থেকে নিয়ে আসা হয়েছে একটি অ্যাপ। যার নাম মেট্রো রাইড। ইস্টার্ন রেলওয়ে অনেকদিন আগেই ইউটিএস অ্যাপের মাধ্যমে টিকিট কাটার পরিষেবা চালু করেছিল। এবার সেই একই পরিষেবা গ্রহণ করতে চলেছে কলকাতা মেট্রো। অ্যাপের মাধ্যমে কাটা যাবে টিকিট। সামনেই পুজো, আর পুজোর সময় কলকাতা সংলগ্ন মেট্রো স্টেশনগুলিতে কি পরিমাণ ভিড় হয় তা আমরা সকলেই কমবেশি আন্দাজ করতে পারি। এই ভিড় সামলানোর জন্যই নতুন উদ্যোগ নিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।
সুবিধা: চলুন জেনে নেওয়া যাক, নতুন এই অ্যাপের মাধ্যমে কি কি সুবিধা পাবেন যাত্রীরা?
- যেকোনো জায়গা থেকে টিকিট কাটা যাবে। অর্থাৎ লাইনে দাঁড়ানোর বা স্টেশন চত্বরে এসে টিকিট কাটার ঝামেলা আর রইল না।
- যে কোন রূটের টিকিট কাটা যাবে এই অ্যাপ থেকে। কলকাতা মেট্রোর (Kolkata Metro) সমস্ত রুটের পরিষেবাই এই অ্যাপের আওতাভুক্ত করা হয়েছে।
- একবার টিকিট কাটলে তার বৈধতা থাকবে ১২ ঘণ্টা পর্যন্ত।
- আপনি চাইলে আপনার পরিচিতদের জন্যও টিকিট কেটে দিতে পারেন। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কিউআর কোডের মাধ্যমে টিকিট শেয়ার করতে পারবেন।
আরো পড়ুন: দেশে চালু হতে চলেছে প্রথম বন্দে ভারত মেট্রো, ভাড়া পড়বে নামমাত্র
অসুবিধা: জেনে নেওয়া যাক এর কি কি অসুবিধা রয়েছে।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) পক্ষ থেকে নিয়ে আসা মেট্রো রাইড অ্যাপ থেকে একবারে একটি মাত্র টিকিট কাটা যাবে। একাধিক যাত্রীর টিকিট একসাথে এই অ্যাপ থেকে কাটা যাবে না। তবে খুব শীঘ্রই সেই পরিষেবা চালু করতে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। একসাথে একাধিক টিকিট কাটার সুযোগ সুবিধা পাওয়া গেলে ইউটিএস অ্যাপের থেকেও অনেক বেশি কার্যকরী হবে মেট্রো রাইড অ্যাপটি।
কলকাতা মেট্রোর (Kolkata Metro) মেট্রো রাইড অ্যাপটির ব্যবহার পদ্ধতিও খুবই সোজা। এই অ্যাপটিও অনেকটা ইউটিএস অ্যাপের মতন একই পদ্ধতিতে ব্যবহার করা যায়। প্লে স্টোর থেকে মেট্রো রাইড অ্যাপটি খুব সহজেই ডাউনলোড করতে পারবেন আপনারা। প্রথমবার অ্যাপটিকে খোলার সময় একটি লগইন আইডি এবং পাসওয়ার্ড সেট করতে হবে। এরপর যতবারই আপনি এই অ্যাপটি ব্যবহার করবেন এই আইডি পাসওয়ার্ডটি প্রয়োজন হবে। অ্যাপটি ওপেন হলে হোম পেজেই পেয়ে যাবেন বুক টিকিট অপশনটি। সেখানে সোর্স স্টেশন এবং ডেস্টিনেশন স্টেশন সিলেক্ট করে বুক টিকিট অপশনটিতে ক্লিক করুন। এরপর পেমেন্ট করার জন্য অপশন দেবে। আপনি ইউপিআই, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যে কোন পদ্ধতিতে পেমেন্ট করতে পারেন। পেমেন্ট ক্লিয়ার হলেই টিকিটের কিউআর কোডটি দিয়ে দেওয়া হবে আপনাকে। এবার শুধু মেট্রোর গেটে স্ক্যান করুন এবং পরিষেবা গ্রহণ করুন।