LIC Dhan Vridhi Scheme: ১.২৫ লক্ষ টাকা নিশ্চিত রিটার্ন! ৩ মাসের শিশুর নামেও করা যায় এই LIC পলিসি

Buy policy for 3 year old child in LIC’s new scheme: LIC হল ভারতের বৃহত্তম বিমা সংস্থা। গ্রাহকদের জন্য বরাবরই নানারকম পলিসি নিয়ে আসে LIC। এবার LIC নিয়ে এলো নতুন চমক, যার নাম হলো ‘ধন বৃদ্ধি’ (LIC Dhan Vridhi Scheme)। গ্রাহকরা এই নতুন পলিসিতে পাবেন বিমা কভারের সঙ্গে নিশ্চিত রিটার্ন। জনগণের সঞ্চিত অর্থ সুরক্ষিত থাকবে এই বিমাতে। নতুন পলিদিতি হলো একটি একক প্রিমিয়াম জীবন বিমা প্ল্যান। এই বিমাটি চালু হয়েছে চলতি বছরের ২৩ শে জুন থেকে এবং ৩০ শে সেপ্টেম্বর হলো পলিসি কেনার শেষ তারিখ। আপনি বাড়তি যে সুবিধা পাবেন সেটি হল, চাইলে শিশুর নামেও এটি কেনা যাবে। আর কি বৈশিষ্ট্য রয়েছে এই পলিসির? জেনে নেব বিস্তারিত।

গ্রাহকরা LIC-র এই নয়া “ধন বৃদ্ধি” (LIC Dhan Vridhi Scheme) পলিসিতে বিমা কভারের পাশাপাশি পাবেন নিশ্চিত রিটার্নের সুবিধা। যদি কোনো কারণে পলিসি গ্রাহকের মৃত্যু হয় তাহলে তাঁর পরিবার পুরো আর্থিক সহায়তা পাবেন। এর পাশাপাশি পলিসির মিয়া যখনই শেষ হবে তখনই সম্পূর্ণ রিটার্ন পাওয়া যাবে। গ্রাহকরা এই পলিসি থেকে অনেক সুযোগ-সুবিধা লাভ করতে পারবেন।

এছাড়াও এখানে আছে বাড়তি কিছু সুবিধা। গ্রাহকরা তাদের সঞ্চিত অর্থের সাথে ১.২৫ গুণ রিটার্ন পাবেন। এছাড়াও, দুর্ভাগ্যবশত ব্যক্তির মৃত্যু হলে ১০ গুণ রিটার্ন পাওয়া যাবে। কিন্তু দুটি ক্ষেত্রেই প্রিমিয়াম কিন্তু ভিন্ন হতে হবে। এলআইসির নয়া স্কিম “ধন বৃদ্ধি” (LIC Dhan Vridhi Scheme) বিমা পলিসিতে একেবারে ন্যূনতম রিটার্নের পরিমাণ হলো ১.২৫ লক্ষ টাকা।

এই নতুন পলিসিতে (LIC Dhan Vridhi Scheme) রয়েছে ডেথ বেনিফিট এবং ঋণ নেওয়ার সুবিধা। ডেথ বেনিফিট এর ক্ষেত্রে ধন বৃদ্ধি পলিসির ঝুঁকির কভার শুরু হয়ে যাওয়ার পরে যদি মেয়াদ সম্পূর্ণ হওয়ার আগেই গ্রাহকের মৃত্যু হয়, তাহলে মূল টাকা এবং তার উপর অর্জিত ‘গ্যারান্টিড রিটার্ন’ মিলবে। এলআইসির অন্যান্য বিভিন্ন পলিসিতে যেমন দুর্ঘটনাজনিত মৃত্যুসহ বিভিন্ন সুবিধাগুলি পাওয়া যায়, তেমনই এখানেও পাওয়া যায়। এছাড়া ঋণ নেওয়ার মতো বাড়তি সুবিধা মিলবে এই পলিসি থেকে।

এলআইসির এই নয়া জীবন বিমাতে মেয়াদ পূর্তির সময়কাল রাখা হয়েছে ১০, ১৫ ও ১৮ বছর। আরো একটি নতুন চমক হলো এই পলিসির গ্রাহক হতে হলে ন্যূনতম বয়স হতে হবে ৯০ দিন অথবা তিন মাস। অর্থাৎ আপনি চাইলে শিশুর নামেও এই পলিসি করতে পারবেন। আপনি চাইলে LIC ধন বৃদ্ধি পলিসি এই সংস্থার বিমা এজেন্টের থেকে কিনতে পারেন। আবার অনলাইনের মাধ্যমেও এই পলিসি কেনা যাবে।