Buy things by scanning your palm through Palm Payment: প্রযুক্তির উন্নতিতে জুড়ল এক নয়া পালক। চালু হলো নতুন পেমেন্ট পদ্ধতি। পার্স বা পকেটে আর বহন করতে হবে না এটিএম কার্ড। করতে হবে না ইউপিআই পেমেন্ট। শুধুমাত্র হাতের তালুর মাধ্যমে পাম পেমেন্ট (Palm Payment) পদ্ধতিতেই ক্যাশলেস অর্থ প্রদান করতে পারবেন সকলে। সাম্প্রতিক সেই নয়া প্রযুক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ায় মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ -এ শেয়ার করেছেন RPG গ্রুপের চেয়ারম্যান হর্ষ গোয়েঙ্কা। যা দেখে অবাক হওয়ার পাশাপাশি আগ্রহ দেখাচ্ছে নেটজনতা।
সম্প্রতি চীনে চালু হয়েছে এক নতুন অনলাইন পেমেন্ট পদ্ধতি। যা পাম পেমেন্ট পদ্ধতি নামে পরিচিতি পেয়েছে। সাধারণ নাগরিকদের কাছে পেমেন্ট পদ্ধতি আরো সহজ থেকে সহজতারো করে তুলতেই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এলো ভিডিও। যে ভিডিওতে দেখা গিয়েছে একজন বেজিং মহিলা কিভাবে মেট্রোতে পাম পেমেন্ট (Palm Payment) পদ্ধতি ব্যবহার করছেন।
নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটিতে ওই মহিলা পাম পেমেন্ট পদ্ধতি ব্যবহার করার আগে নয়া পদ্ধতি সম্পর্কে বেশ কিছু কথা বলেন। তার কথায় তিনি চীনে বসবাসকারী মানুষ। চিনা প্রযুক্তি পেমেন্ট পদ্ধতিতে এক নয়া ফিচার্স চালু করেছে, জায়ান্ট টেনসেন্টের দ্বারা ওয়েচ্যাট পাম পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। ফলেই নয়া প্রযুক্তি আসায় তিনি ফেস রিকগনিশন, কিউআর কোড-এর মাধ্যমেই পেমেন্ট করতে অভ্যস্ত। হাতের তালুর মাধ্যমেই তিনি বর্তমানে পেমেন্ট করেন।
এই কথা বলে ভিডিওতে তিনি সেই পাম পেমেন্ট পদ্ধতি প্র্যাকটিক্যালি করে দেখান। তিনি বলেন তিনি এখন Daxing বিমানবন্দর এক্সপ্রেস লাইনের মেট্রোর কি টিকিট নেওয়ার জন্য এই পদ্ধতি ব্যবহার করবেন। তারপরে এই ভিডিওটিতে দেখা যায় তিনি একটি ডিভাইসে হাতের তালু স্ক্যান করে রেজিস্টার্ড পিন নেন। তারপর সেই পিন পেমেন্টের তথ্যের সাথে সংযুক্ত করেন। এরপর তিনি তার হাতের তালু স্ক্যানারে রাখেন এবং ওয়েচ্যাট অ্যাকাউন্টের মাধ্যমে পাম পেমেন্ট পদ্ধতি সম্পূর্ণ করেন।
Technology continues to simplify our lives…. pic.twitter.com/3z9xlhTzRt
— Harsh Goenka (@hvgoenka) April 1, 2024
এই প্রক্রিয়া দেখানোর পাশাপাশি তিনি এও বলেন যে, বর্তমানে এই পাম পেমেন্ট (Palm Payment) পদ্ধতি শুধু পরিবহন মাধ্যমগুলিতে চালু করা হয়েছে। তবে পরবর্তীকালে বিভিন্ন দোকান, রেস্টুরেন্ট, শপিংমল সব জায়গাতেই চালু হয়ে যাবে। যা আমাদের জীবনকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে। ইতিমধ্যে এই ভিডিওটি প্রায় ২৮ হাজারেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হওয়ার পাশাপাশি ডাটা সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ মোবাইল রিডার এনে এই হাতের তালু সোয়াইপ করতে পারবে কি? সেই নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।