Best Mileage Car: ভালো মাইলেজ খুঁজছেন, ৪ লাখের মধ্যে বেছে নিন ৩৩ কিমি পর্যন্ত মাইলেজের এই ২ গাড়ি

Buy this car to get best mileage at low price: বর্তমান মূল্যবৃদ্ধির যুগে যে জিনিসই হাত দেওয়া হোক না কেন দাম যেন আকাশছোঁয়া। তার উপরে গাড়ির পেট্রোল কিংবা ডিজেল করতে গেলে এমনিতেই সাধারণ মানুষের পকেটে টান পড়ে। কিন্তু এর মধ্যে যদি আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দেওয়া হয় তাহলে তো আর কথাই নেই। স্বল্প ব্যয়ে যদি এই গাড়িটি কেনেন তাহলে একবার মাত্র তেল ভরলে আপনাকে মাইলেজ (Best Mileage Car) দেবে ৩৩ কিলোমিটার। আশা করি এমন গাড়ি আপনি কখনোই দেখেননি।

Maruti Suzuki Alto K10 আপনাকে দেবে দুর্দান্ত সুবিধা। অন্যান্য যে কোন গাড়ি থেকে এটি অনেকটাই এগিয়ে তার আসল কারণ হলো- এই গাড়ি দামে কম, মাইলেজ থেকে অনেকটাই বেশি (Best Mileage Car), গাড়ির নির্ভরযোগ্যতা এবং মেন্টেনেন্স এর খরচ অনেকটা কম। রাস্তায় চলার পথে মারুতির এই চার চাকার গাড়ি আপনি সবথেকে বেশি দেখতে পাবেন। জ্বালানি খরচও এই গাড়িতে অনেকটা কম হয়, যার ফলে এই গাড়িটির মাধ্যমে সাধারণ মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধপূরণ হয়ে যায়।

মারুতির এই গাড়িটি শুধুমাত্র পেট্রল ইঞ্জিনেই যে বেশি বিক্রি হয় তা নয়, পাশাপাশি CNG-তেও বিক্রি হয় যথেষ্ট পরিমাণে। গাড়িটির ১ লিটার ইঞ্জিন সর্বোচ্চ ৫৫ হর্সপাওয়ার শক্তি উৎপন্ন করে এবং এতে রয়েছে ৫৫ লিটার ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি। এছাড়াও পাবেন ম্যানুয়াল গিয়ারবক্স। মারুতি কোম্পানির এই চার চাকা ৪ ও ৫ সিটার হ্যাচব্যাক হিসাবে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। মারুতি সুজুকির এই চার চাকার এক্স-শোরুম দাম শুরু ৩.৯৯ লাখ টাকা থেকে এবং এই দাম পৌঁছেছে ৫.৯৬ লাখ টাকা পর্যন্ত। গাড়িটির অন রোড দাম হলো ৫ লাখ টাকার বেশি।

গাড়িটিতে রয়েছে বিভিন্ন রকম ফিচারস যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ২টি এয়ারব্যাগ, ক্র্যাশ সেন্সর, রিয়ার সিট বেল্ট, স্পিড এলার্ট ইত্যাদি সুবিধা রয়েছে গাড়িতে। এছাড়াও মিলবে ব্লুটুথ কানেক্টিভিটি, USB ইনপুট, স্পিকার, এয়ার কন্ডিশনিং সিস্টেম, পাওয়ার উইন্ডো, রিয়ার পার্কিং সেন্সর, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, পাওয়ার ডোর লক, চাইল্ড সেফটি লক এবং স্পেসিফিকেশন। সব মিলিয়ে কম বাজেটে মধ্যবিত্তের গাড়ি চড়ার শখ অবশ্যই পূরণ হবে মারুতির এই গাড়িটি কিনলে। গাড়িটি মাইলেজ (Best Mileage Car) দেবে যথেষ্ট বেশি।

ভারতীয় মার্কেটে Maruti Alto 800 নামক গাড়িটির বিক্রি সব সময় বেশি থাকে। তবে বর্তমানে এর বিক্রি কমে গিয়ে বিকল্প হিসেবে এসেছে নতুন এই চার চাকাটি। বর্তমানে ভারতে সবথেকে কম দামী হ্যাচব্যাক হিসাবে বিক্রি হচ্ছে Alto K10 (Best Mileage Car)। ম্যানুয়াল ছাড়াও মারুতির এই গাড়িতে রয়েছে অটোমেটিক ভেরিয়েন্টও। তবে সেটির দাম একটু বেশি। প্রতি মাসে ২০ কিলোমিটার গাড়ি চালালে এই চার চাকায় আপনার মাসিক খরচ হবে মাত্র ১৭০০ টাকা।